ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খামখেয়ালী সভার ৫০তম আড্ডা

প্রকাশিত: ০৭:৪৪, ২২ এপ্রিল ২০১৮

খামখেয়ালী সভার ৫০তম আড্ডা

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রপূর্ব বাংলা প্রবন্ধ ছিল বিষয়ভিত্তিক ও গুরুগম্ভীর তত্ত্বনির্ভর। রবীন্দ্রনাথ প্রথম প্রচলিত বৃত্ত ভেঙ্গে প্রবন্ধকে মুক্তি দিলেন বিষয়ে কড়া শৃঙ্খল থেকে যেখানে বিষয়ের চেয়ে ভাবের গুরুত্ব বেশি, গাম্ভীর্যের চেয়ে স্বতঃস্ফূর্ত প্রাণের আবেগের প্রাধান্য। খামখেয়ালী সভার ৫০তম আড্ডায় রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ নিয়ে উপস্থাপিত প্রবন্ধ এবং এর ওপর আলোচনায় এসব কথা বলেন আলোচকরা । শুক্রবার নিউ এলিফ্যান্ট রোডে কণ্ঠশীলন কার্যালয়ে আয়োজিত অর্ধশততম এ আড্ডায় প্রবন্ধ উপস্থাপন করেন সভার সদস্য কামাল আরিফ। অধ্যাপক ড. শোয়াইব জিবরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। আড্ডা সঞ্চালনা করেন খামখেয়ালী সভার সভাপতি মাহমুদ হাশিম। সাংস্কৃতিক পর্বে কবিতা-গানের যুগলবন্দীতে ছিল বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী লাইসা আহমেদ লিসার অনবদ্য পরিবেশনা। ভাস্বর বন্দ্যোপাধ্যায় ‘দুঃসময়’, ‘ঝুলন’, ‘কৃপণ’, ‘আমি’, ‘এক গাঁয়ে’সহ রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা আবৃত্তি করেন। শিল্পী লাইসা আহমেদ লিসা ‘আজ যেমন করে গাইছে আকাশ’, ‘জীবনে আমার যত আনন্দ’, ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘এই আসন তলে’, ‘কে বসিলে আজি’, ‘যে রাতে মোর দুয়ার গুলি’সহ বেশ কিছু গান গেয়ে শোনান।
×