ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরিফের চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’

প্রকাশিত: ০৭:৪২, ২২ এপ্রিল ২০১৮

আরিফের চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’

সাজু আহমেদ ॥ ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে অনেকটাই হৈচৈ ফেলে দিয়েছেন তরুণ নাট্যনির্মাতা আরিফুর জামান আরিফ। এর আগে একাধিক নাটক নির্মাণ করলেও এই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। তাও আবার অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের বিভিন্ন কালজয়ী চরিত্র নিয়ে নির্মাণ করছেন এই চলচ্চিত্র। চলচ্চিত্র নির্মাণ উপলক্ষে ঘটা করে সংবাদ সম্মেলনও করেছেন এই তরুণ নির্মাতা। সেখানে চলচ্চিত্রের প্রধান চরিত্রের অভিনেতা পরিচয় করিয়ে দিয়েছিলেন। ঘোষণার পর থেকেই বিষয়টির ওপর নজর রাখছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্রে তারকা অভিনয়শিল্পীদের তালিকাও অনেকটা লম্বা। বেশ কিছু চলচ্চিত্র তারকা এতে অভিনয় করবেন। চলচ্চিত্রের শূটিং আজ রবিবার বিএফডিসির তিন নং ফ্লোরে শূটিং শুরু হচ্ছে বলে পরিচালক জানিয়েছেন। জানা গেছে অমর কথা সাহিত্যিক ও কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের অসাধারণ সৃষ্টি কর্মের ওপর ভিত্তি করে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রটির কাহিনী ও সংলাপ লিখেছেন কথাশিল্পী হাশিম আখতার মোঃ করিম দাদ। ইভেন্ট প্লাসের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। মৌলিক গল্পের চলচ্চিত্রে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ কেন্দ্রীয় চরিত্র তথা বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন প্রখ্যাত অভিনয়শিল্পী গাজী রাকায়েত, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পপি, চিত্রনায়িকা মৌসুমি হামিদ, অভিনেতা আনিসুর রহমান মিলন, তমা মির্জা, চিত্রনায়ক নিরব, শিশির আহমেদ, আতিয়া খান কেয়া, নবাগতা প্রকৃতি, রাকায়েত রাব্বি, অভিনেত্রী তামান্না শম্পা প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন দেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। চলচ্চিত্রের ছয়টি গানের গীতিকার মোঃ রফিকুজ্জামান, সঙ্গীত পরিচালনা করছেন স্বনামধন্য সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ। চিত্রগ্রহণে তপন আহমেদ ও শিল্পনির্দেশক কলমতর। নাজিম উদ্দিনের অঙ্গসজ্জায়, জামাল উদ্দিনের রূপসজ্জায়, মোঃ দুলাল মিয়ার ব্যবস্থাপনায় চলচ্চিত্রটি সম্পাদনা করবেন স্বনামধন্য সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী। চলচ্চিত্রটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক আরিফ বলেন, সৃষ্টিকর্তার খেলা বড়ই রহস্যময়। তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী। কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্র চট্টপাধ্যায় বিভিন্ন উপন্যাসে সৃষ্টি করেছেন বিখ্যাত অনেক চরিত্র। এসব চরিত্রের মধ্যে লুকিয়ে আছে নানা রহস্য, নান্দনিকতা, গভীরতর স্নিগ্ধ আবেদন-নিবেদন, প্রেম ও বিশাদ। তেমনি রয়েছে এসব জীবন্ত-চরিত্র সমূহের পাওয়া না পাওয়ার সুখ ও যন্ত্রণা। এসব চরিত্রকে জীবন্ত-বাস্তব রূপে সৃষ্টি করতে গিয়ে শরৎচন্দ্র চট্টপাধ্যায় সৃষ্টিকারী হিসেবে যেমন আমাদের মনে জীবন বাস্তবতার ছবি এঁকেছেন। তেমনি যেসব জীবন্ত চরিত্র সমূহকে নানা জালে বেঁধেছেন। নানা ছকে তাদের জীবন উপস্থাপন করতে গিয়ে কোথাও বা কখনও সৃষ্টিকারী হিসেবে শরৎ বাবু নিজেও যেন নিজেকে কোন একজালে বেঁধেছেন, অপরাধী হয়েছেন যেসব চরিত্রের কাছে, নিজের বিবেকের কাছে। তাই তো জীবন্ত চরিত্র দেবদাস পার্বতী, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, গহর, ন্যয়রতœ মশাই, অচলা, বড়দিদির কাছে প্রশ্ন বিদ্ধ হয়েছেন তাদেরই সৃষ্টিকারী অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টপাধ্যায়। এমন একটি ভাবনা থেকেই ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শীর্ষক চিত্রনাট্যটির আবিস্কার করেছি। এটি একটি সাহিত্য ধর্মী ও মৌলিক সৃষ্টি। আশা করছি চলচ্চিত্রটি একটি চমক হবে। দর্শকরাও এটি পছন্দ করবেন। তাদের ভাল লাগলেই আমার শ্রম স্বার্থক হবে বলে মনে করি।তবে পরিচালক যাই বলুন এত সব বাঘা বাঘা শিল্পীকে নিয়ে কি ধরণের গল্প নির্মাণ করছেন সেটা বোঝা যাবে চলচ্চিত্রটি মুক্তির পর।
×