ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ ॥ এডুকেশন ওয়াচের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৭:৩৮, ২২ এপ্রিল ২০১৮

ক্যাম্পাস সংবাদ  ॥ এডুকেশন ওয়াচের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অগ্রগতির জন্য লক্ষ্য স্থির করাটা জরুরী। আমরা এখন লক্ষ্য স্থির করতে পারি; এটাই আমাদের অগ্রগতি এনে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান। গত ১৬ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শিক্ষাবিষয়ক মাসিক ম্যাগাজিন ‘এডুকেশন ওয়াচ’ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘উন্নয়নশীল দেশে উত্তরণ : শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, চ্যালেঞ্জ এবং পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট দুই ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমরা চাই দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের হোক এবং তাতে বিদেশী শিক্ষার্থীদের আরও বেশি আগমন ঘটুক। তিনি আরও বলেন, দেশের বেকার জনসম্পদকে প্রকৃতপক্ষেই সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য তাদের নিজেদেরও প্রত্যাশা থাকতে হবে এবং লক্ষ্য নির্দিষ্ট করে এগোতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেশন ওয়াচ সম্পাদকম-লীর সভাপতি কে.এম. খায়রুল বাশার। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ এন এম মোশকাত উদ্দিন, ভাইস চ্যান্সেলর, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী ও ইভেন্স গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট মিসেস শবনম শেহেনাজ চৌধুরী দীপা। আরও ছিলেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম শাজু এবং এডুকেশন ওয়াচ সম্পাদক মোঃ খলিলুর রহমান খলিল। আমন্ত্রিত অতিথিদের মঞ্চে আসন গ্রহণের পর ফুল দিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্যের পর কেক কেটে এডুকেশন ওয়াচের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় এডুকেশন ওয়াচের নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয় দুজনকে। তারা হলেন-ব্যারিস্টার রাবিয়া ভূইয়া, সিনিয়র আইনজীবী, সুপ্রীমকোর্ট এবং সহ-প্রতিষ্ঠাতা, ভূইয়া একাডেমি ও কর্নেল নুরুন নবী (অব.), প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মাইলস্টোন কলেজ এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ। এছাড়াও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় অধ্যাপক ড. এম. আলিমউল্ল্যা মিয়ান, প্রতিষ্ঠাতা ও ভাইস চ্যান্সেলর, আইইউবি এটি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে এডুকেশন ওয়াচ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপরে ছিল ক্রেস্ট ও সনদ বিতরণ প্রদান পর্ব। ক্যাম্পাস প্রতিবেদক
×