ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিআইইউর গবেষণা প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত: ০৭:৩৭, ২২ এপ্রিল ২০১৮

ডিআইইউর গবেষণা প্রতিবেদন প্রকাশ

তামাকজাত দ্রব্যে আইন অনুযায়ী সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করছে না ৮০ শতাংশ কোম্পানিগুলো। এ তথ্য বেরিয়ে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্স সেল’ (টিসিআরসি) এর পরিচালিত এক গবেষণায়। গবেষণায় আরও বলা হয়েছে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী সংক্রান্ত বিধান পাশের ২ বছর পরও আইনের বাস্তবায়ন হচ্ছে না। এমনকি সর্বোচ্চ করদাতা কোম্পানিও মানছে না তামাক নিয়ন্ত্রণ আইনের এ ধারাটি। এছাড়া খুচরা সিগারেট ও বিড়ি ক্রয়ের কারণে সচিত্র স্বাস্থ্য সতর্কবানীর বিধান কাজে আসছে না। দেশের ৮ বিভাগের ৮টি জেলায় গবেষণা জরিপে এ তথ্য পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল ২০১৮ বি এম এ ভবনের শহীদ ডাঃ মিলন সভা কক্ষে আয়োজিত ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন- বর্তমান অবস্থা’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্স সেল’ (টিসিআরসি) এর প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রুহুলকুদ্দুস, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি)-এর সমন্বয়কারী খায়রুল আলম সেখ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ইপিওডেমোলজি এ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী, আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিসের হেড অব প্রোগ্রাম মোঃ শফিকুল ইসলাম, সিটিএফকের মুখ্য পরামর্শক (বাংলাদেশ) মোঃ শরিফুল আলম, দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, বাংলাদেশ তামাকবিরোধী জোটের সমন্বয়কারী জনাব সাইফুদ্দিন আহমেদ, নাটাবের নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন আহমেদ, এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল ও ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচী ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসির সহকারী গবেষক ও প্রকল্প কর্মকর্তা ফারহানা জামান লিজা। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন টিসিআরসির প্রকল্প ব্যবস্থাপক সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান। অনুষ্ঠানে এইড ফাউন্ডেশন, প্রজ্ঞা, তাবিনাজ, বাংলাদেশ তামাকবিরোধী জোট, প্রত্যাশা, ডব্লিউবিবিট্রাস্ট, ক্যাম্পেইন ফর টোব্যাকোফ্রি কিডস, ভাইটাল স্ট্রাটেজিস, নাটাবসহ বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×