ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় বিভাগ ফুটবল লীগে আরামবাগ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৭:২৩, ২২ এপ্রিল ২০১৮

তৃতীয় বিভাগ ফুটবল লীগে আরামবাগ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ ফুটবল একাডেমি। তারা ১-০ গোলে যাত্রাবাড়ী ঝটিকা সংসদকে (১৫ পয়েন্ট পেয়ে তারা হয় তৃতীয়)। গোল করেন রিমন হোসেন। অপর ম্যাচে দি মুসলিম ইনস্টিটিউটকে ১-০ গোলে হারায় কদমতলা সংসদ। ১৮ পয়েন্ট পেয়ে তারা হয় রানার্সআপ। জয়ী দলের গোলদাতা ইয়াছিন আরাফাত। চ্যাম্পিয়ন আরামবাগের পয়েন্ট ২৩। নিদাহাস ট্রফি থেকে শ্রীলঙ্কার আয় শত কোটি! স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের স্বাধীনতার ৭০তম বছর উপলক্ষে গত মার্চে শ্রীলঙ্কা নিজেদের মাটিতেই আয়োজন করেছিল ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্ট ‘নিদাহাস ট্রফি’। বাংলাদেশ ও ভারতকে টপকে অবশ্য স্বাগতিকরাই পারেনি আসরের ফাইনালে মাঠে নামতে। ফাইনাল ম্যাচের দর্শক হয়ে থাকলেও টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) পেয়েছে প্রায় ৯৪ কোটি রুপী! দেশটির ইতিহাসে এর আগে কোন ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে এত অর্থ আসেনি। লঙ্কান বোর্ড ধরে রেখেছিল সর্বোচ্চ ১৯ কোটি ৫০ লাখ রুপী আসতে পারে বোর্ডের তহবিলে। অথচ মাত্র সাত ম্যাচের টুর্নামেন্ট থেকে আসলো তারচেয়ে প্রায় ৪৮০ শতাংশ বেশি লভ্যাংশ। তহবিল হঠাৎই এমন ফুলেফেঁপে ওঠায় দারুণ উচ্ছ্বসিত লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা।
×