ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে নাদাল

প্রকাশিত: ০৭:২৩, ২২ এপ্রিল ২০১৮

মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্টে দুর্দান্ত গতিতে ছুটছেন রাফায়েল নাদাল। অসাধারণ পারফরর্মেন্সের সৌজন্যেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। টুর্নামেন্টের সেমিফাইনালে স্প্যানিশ টেনিস তারকা এদিন ৬-৪ এবং ৬-১ গেমে রীতিমতো উড়িয়েই দেন গ্রিগর দিমিত্রোভকে। এর আগে মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে স্পেনের এই টেনিস তারকা ৬-০ ও ৬-২ গেমে হারিয়েছিলেন পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে। আর শেষ আটে দিমিত্রোভ ৬-৪ ও ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছিলেন ষষ্ঠ বাছাই বেলজিয়ামের ডেভিড গোফিনকে। এছাড়াও টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কেটেছেন জাপানের কেই নিশিকোরি এবং জার্মানির তরুণ প্রতিভাবান খেলোয়াড় আলেক্সান্ডার জেরেভও। কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরি এদিন কঠিন লড়াইয়ের পর ৬-৪, ৬-৭ (১/৭) এবং ৬-৩ গেমে পরাজিত করেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে। আর তৃতীয় বাছাই জেরেভ ৪-৬, ৬-২ এবং ৭-৫ গেমে পরাজিত করেছেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটকে। ডোমিনিক থিয়েমের বিপক্ষে জয়ের পর দারুণ রোমাঞ্চিত ছিলেন নাদাল। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি বলব এখানে দুর্দান্ত খেলেছি...। আমার জন্য দারুণ একটা দিন। প্রতিপক্ষ হিসেবে থিয়েম খুব শক্তিশালী এ বিষয়ে কোন সন্দেহ নেই। তার বিপক্ষে খুব ভাল পারফর্ম করেছি আমি।’ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে নাদালের ভূয়সী প্রশংসা করেন গ্রিগর দিমিত্রোভও। এ বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, নিশ্চিত ফেভারিট সে। অসাধারণ সব রেকর্ডের মালিক নাদাল। ক্লে কোর্টের সেরা খেলোয়াড়ও।’ আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট পাঞ্জাব ৫ ৪ ১ ০ ৮ ০.৪৪৬ চেন্নাই ৪ ৩ ১ ০ ৬ ০.৮৭৮ কলকাতা ৬ ৩ ৩ ০ ৬ ০.৫৭২ হায়দরাবাদ ৪ ৩ ১ ০ ৬ ০.৪১৪ রাজস্থান ৫ ২ ৩ ০ ৪ -১.০৪৩ মুম্বাই ৪ ১ ৩ ০ ২ ০.৪৪৫ ব্যাঙ্গালুরু ৪ ১ ৩ ০ ২ -০.৮৬১ দিল্লী ৪ ১ ৩ ০ ২ -১.৩৯৯ * শনিবার দিল্লী-ব্যাঙ্গালুরু ম্যাচের আগ পর্যন্ত
×