ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনী-মেরিনার

প্রকাশিত: ০৭:২১, ২২ এপ্রিল ২০১৮

ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনী-মেরিনার

স্পোর্টস রিপোর্টার ॥ খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী লিমিটেড। শনিবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিতে আবাহনী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১১-১ গোলে হারায়। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর কাছে পাত্তাই পায়নি ভিক্টোরিয়া। প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল আকাশী-হলুদ জার্সিধারীরা। ম্যাচটি ভারিবর্ষণের কারণে ৪০ মিনিট দেরিতে বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হয়। আবাহনীর ইজওয়ান হ্যাটট্রিকসহ একাই করেন চার গোল। এছাড়া মহসিনও হ্যাটট্রিক করেন। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। এছাড়া ১টি করে গোল করেন আজোয়ার বিন রহমান এবং সোহানুর রহমান সবুজ। ভিক্টোরিয়ার একমাত্র গোলদাতা রাকিব। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে আবাহনীকে এগিয়ে নেন আশরাফুল। দুই মিনিট পর ইজওয়ানের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় শিরোপাধারীরা। দশম মিনিটে ইজওয়ান, ২০তম মিনিটে রিভার্স হিটে মোহাম্মদ মহসিন লক্ষ্যভেদ করলে ব্যবধান আরও বাড়ে। এরপর এক মিনিটের মধ্যে মহসিন ও মালয়েশিয়ান ফরোয়ার্ড আজোয়ার বিন রহমানের গোলে বড় স্কোরলাইন ৬-০ করে বিরতিতে যায় আবাহনী। ৪৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে সপ্তম গোলটি এনে দেন সোহানুর। ৪৯তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন ইজওয়ান। চার মিনিট পর নিজের চতুর্থ গোলটি করেন মালয়েশিয়ার এই ফরোয়ার্ড। রাকিবের হিট ঠিকানা খুঁজে পেলে ৬২তম মিনিটে একমাত্র গোল পায় ভিক্টোরিয়া। কিন্তু পরে আশরাফুল লক্ষ্যভেদের পর মহসিন হ্যাটট্রিক পূরণ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। দ্বিতীয় সেমির ম্যাচে সোনালী ব্যাংককে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে মেরিনার ইয়াংস ক্লাব। আজ রবিবার বিকেল ৬টায় ফাইনালে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে তারা। মেরিনারের হাসান যুবায়ের নিলয় জোড়া গোল করেন। অপর গোলটি করেন মাহবুব হোসেন। প্রথমার্ধের ৮ মিনিটেই নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার (১-০)। দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রাখে তারা। ৪৯ মিনিটে আবারও নিলয়ের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে মেরিনার। ৫৫ মিনিটে মাহবুব হোসেন পিসি থেকে ব্যবধান ৩-০ করলে জয় নিশ্চিত করে ফাইনালে চলে যায় মেরিনার।
×