ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএস জিমন্যাস্টিকস

যৌন নির্যাতনের ঘটনা নিয়ে ধোঁয়াশা!

প্রকাশিত: ০৭:২০, ২২ এপ্রিল ২০১৮

যৌন নির্যাতনের ঘটনা নিয়ে ধোঁয়াশা!

স্পোর্টস রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় জিমন্যাস্টিক্স দলের সাবেক ডাক্তার ল্যারি নাসার ইস্যু নিয়ে তোলপাড় হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। তিনি কিশোরী জিমন্যাস্টদের সঙ্গে জোরপূর্বক, কিংবা ব্ল্যাকমেইলের মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। আর সেটি দীর্ঘদিন ধরে দুই শ’ পেরিয়ে গেছে সংখ্যায়। অলিম্পিক ও বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হওয়া মেয়েরাও রক্ষা পায়নি। কিন্তু যে অনুশীলন ক্যাম্পে এসব ঘটনার জন্ম দিয়েছিলেন নাসার, সেই ক্যাম্পে একই সময়ে কোচ হিসেবে কাজ করা বেলা ও মার্তা ক্যারোলাইয়ি ঘুণাক্ষরেও টের পাননি। এমনটাই দাবি করেছেন এ দুই কোচ। গত জানুয়ারিতে ৫৪ বছর বয়সী নাসারের ১৭৫ বছরের কারাদ- দেয়া হয়। তার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি প্রায় ২৬০ নারী এ্যাথলেটকে যৌন নির্যাতন করেছেন। প্রায় দুই যুগ ধরে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক্স দলের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এই অনৈতিক কর্মকা- করেছেন কিশোরী জিমন্যাস্ট ও এ্যাথলেটদের সঙ্গে। তবে কেউ সেটা প্রকাশ করেননি। অভিযোগ বের হওয়ার পর একে একে সবাই মুখ খোলেন। সেখান থেকে জানা যায় অধিকাংশ যৌন সংসর্গের বিষয়গুলো ঘটেছে টেক্সাসে ২০০০ একরের ওপর প্রতিষ্ঠিত ক্যারোলাইয়ি র‌্যাঞ্চে। যেখানে কোচ হিসেবে কাজ করেছেন বেলা ও মার্তা। নাসারের ওই বীভৎস কর্মকা-ের বিষয়ে মার্তা বলেন, ‘কিছু কিছু এ্যাথলেটের বাবা-মা থেরাপি কক্ষে উপস্থিত থাকতেন। আর নাসার এই কাজগুলোই সবসময় করতো এবং পিতামাতারা কি তা দেখতে পাননি? তাহলে আমরা কিভাবে দেখব?’ বেলা ক্যারোলাইয়ি অবশ্য নাসারের এই দোষ প্রমাণিত হওয়ার পর মনে করছেন জিমন্যাস্টিক্সের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা এটি। তিনি বলেন, ‘পুরো বিষয়টি একটা বিকট বিস্ফোরণের মতো। যেন একটা বোমা বুম শব্দে ফেটেছে।’ বেলা ও মার্তা দু’জনই ৭৫ বছর বয়সী। তারা বেশকিছু অভিযোগে নাসার ও ইউএসএ জিমন্যাস্টিক্সের পক্ষেই ছিলেন মামলা চলাকালীন। সিমোন বিলেস, এ্যালি রাইসম্যান, ম্যাকাইলা ম্যারোনি, জোরডাইন উইবার ও গ্যাবি ডগলাসের মতো বিশ্বখ্যাত তারকা জিমন্যাস্টরা নাসারের বিকৃত যৌনতার শিকার হয়েছেন। মার্তা আরও বলেন, ‘এটা খুবই বীভৎস ব্যাপার। কিন্তু যারা বিখ্যাত ও নামী কিংবা যারা পরিচিত নয় যে কারও সঙ্গেই এ ধরনের কর্মকা- বড় অপরাধ।’
×