ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ রাউন্ডেই শিরোপার ফয়সালা

প্রকাশিত: ০৭:১৮, ২২ এপ্রিল ২০১৮

শেষ রাউন্ডেই শিরোপার ফয়সালা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু হয়েছিল ৯ জানুয়ারি। মাঝপথে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) জন্য বিরতি দেয়া হয়। আবার শুরু হয় ১০ এপ্রিল। মঙ্গলবার শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ড শেষ হলেই এবারের বিসিএল শেষ হবে। এ রাউন্ডেই শিরোপার ফয়সালাও হয়ে যাবে। বিসিবি উত্তরাঞ্চল না প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল জিতবে শিরোপা তা নিশ্চিত হয়ে যাবে। পঞ্চম রাউন্ড শেষেই যে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল সেই রেস থেকে ছিটকে পড়েছে। তাদের হাতে এখন রানার্সআপ হওয়ার দরজা খোলা আছে। মঙ্গলবার খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে লড়াই শুরু হবে। আর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল মুখোমুখি হবে। মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটিও গুরুত্বপূর্ণ। তবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার যে কোন একদলই চ্যাম্পিয়ন হবে তা নিশ্চিত হয়ে গেছে। মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল খুব ভাল কিছু করলে রানার্সআপ হওয়ার সম্ভাবনা আছে। তাও দক্ষিণাঞ্চল যদি খারাপ করে তাহলে সেই সম্ভাবনা থাকছে। পয়েন্ট তালিকায় এ মুহূর্তে উত্তরাঞ্চলের অবস্থা সবচেয়ে ভাল। দলটির পয়েন্ট ভা-ারে ৬০ পয়েন্ট রয়েছে। দক্ষিণাঞ্চলের ৪৭, পূর্বাঞ্চলের ৪২ ও মধ্যাঞ্চলের ৪১ পয়েন্ট আছে। প্রতিটি দলই ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। মঙ্গলবার প্রতিটি দলই শেষ ম্যাচ খেলতে নামবে। একটি দল একটি ম্যাচ থেকে বোনাস পয়েন্টসহ সর্বোচ্চ ১৭ পয়েন্ট পেতে পারে। পয়েন্ট তালিকার যে অবস্থা তাতে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের পয়েন্ট পার্থক্য ১৩, পূর্বাঞ্চলের পয়েন্ট পার্থক্য ১৮, মধ্যাঞ্চলের পয়েন্ট পার্থক্য ১৯। বোঝাই যাচ্ছে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের চ্যাম্পিয়ন হওয়ার আর কোন সুযোগই খোলা নেই। দল দুটি ১৭ পয়েন্ট পেলেও উত্তরাঞ্চলকে ধরতে পারবে না। দক্ষিণাঞ্চলেরই শুধু সেই সুযোগ রয়েছে। দক্ষিণাঞ্চল যদি উত্তরাঞ্চলকে হারানোর সঙ্গে বোনাস পয়েন্টসহ ১৭ পয়েন্ট নিতে পারে তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। ১৬ পয়েন্ট পেলেও শিরোপা জেতা নিশ্চিত হবে। এমনকি ১৫ পয়েন্ট পেলেও সম্ভব হতে পারে। তখন রানরেটের হিসেব আসতে পারে। কিন্তু এর কম পেলেই আর সম্ভব হবে না। যদি কোনভাবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চল ৩ পয়েন্ট জোগাড় করে নিতে পারে, তাহলেই উত্তরাঞ্চল চ্যাম্পিয়ন হয়ে যাবে। তখন দক্ষিণাঞ্চল চাইলেও ১৪ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না। আর তাই উত্তরাঞ্চলেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি দেখা হচ্ছে। রানার্সআপ হওয়ার লড়াই অবশ্য তিন দলের মধ্যে থাকছে। উত্তরাঞ্চল যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তখন দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের মধ্যে রানার্সআপ হওয়ার লড়াই হবে। দক্ষিণাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের পয়েন্ট পার্থক্য যে খুব বেশি নয়। দক্ষিণাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের ৫ ও মধ্যাঞ্চলের ৬ পয়েন্টের পার্থক্য। দক্ষিণাঞ্চলের যদি শেষ রাউন্ডে ভরাডুবি হয় তাহলে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল রানার্সআপ হওয়ার সুবিধা নিয়ে নিতে পারে। আর যদি দক্ষিণাঞ্চল চমক জাগিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে রানার্সআপও হাতছাড়া হবে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের। তখন স্বাভাবিকভাবেই উত্তরাঞ্চল রানার্সআপ হয়ে যাবে। তবে উত্তরাঞ্চলের যে অবস্থা তাতে শিরোপা জেতার সুযোগ তাদেরই বেশি থাকছে। যদি উত্তরাঞ্চল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে টানা দ্বিতীয়বারের মতো দলটি শিরোপা ঘরে তুলবে। গত মৌসুমেই (২০১৬-১৭ মৌসুম) চ্যাম্পিয়ন হয়েছিল উত্তরাঞ্চল। এর আগে মধ্যাঞ্চল প্রথম (২০১২-১৩ মৌসুম) চতুর্থবারসহ (২০১৫-১৬ মৌসুম) দুইবার ও দক্ষিণাঞ্চল দ্বিতীয় (২০১৩-১৪ মৌসুম) ও তৃতীয়বারসহ (২০১৪-১৫ মৌসুম) টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল। আর যদি দক্ষিণাঞ্চল জিতে তাহলে ষষ্ঠবারের এ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর লীগে তৃতীয়বারের মতো শিরোপা জিতবে দক্ষিণাঞ্চল। রানার্সআপের তালিকায় উত্তরাঞ্চল প্রথম দুইবার, পূর্বাঞ্চল পরের দুইবার ও দক্ষিণাঞ্চল একবার রয়েছে। এবার উত্তরাঞ্চল বাজিমাত করে না দক্ষিণাঞ্চল; তাই দেখার অপেক্ষা।
×