ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিভাবান তীরন্দাজের খোঁজে ফেডারেশন

প্রকাশিত: ০৭:১৮, ২২ এপ্রিল ২০১৮

প্রতিভাবান তীরন্দাজের খোঁজে ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার ॥ সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় ‘তীর আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী’ উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোয়েব মোঃ আসাদুজ্জামান, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির আহ্বায়ক আনিসুর রহমান দিপু, নির্বাহী সদস্য ফারুক ঢালী এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল। এই প্রজেক্টের ব্যবস্থাপনায় বাংলাদেশ আরচারি ফেডারেশন। আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা। প্রশিক্ষণ মেয়াদকাল ১০ দিন (২ দিন বাছাই ও ৮ দিন প্রশিক্ষণ)। প্রাথমিক বাছাইয়ে নেয়া হবে ৫০ বালক ও বালিকাকে। দ্বিতীয়দিন বাছাই করা হবে ২০ জনকে (৫০ জন থেকে)। তৃতীয় থেকে ১০ম দিন পর্যন্ত ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। দশমদিন সেরা দুই আরচারকে নির্বাচিত করা হবে। চূড়ান্ত প্রশিক্ষণে আরচার সংখ্যা থাকবে ২৪ জন (বালক ও বালিকা)। প্রতি জেলার জন্য বাজেট ধরা হয়েছে তিন লাখ ৭৫ হাজার টাকা। জেলা পর্যায়ে পর্যবেক্ষক থাকবেন ফেডারেশন প্রতিনিধি। প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা, খাবার এবং খেলার পোশাক দিয়ে সহযোগিতা করা হবে। আগামী সোমবার থেকে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে ফরিদপুর স্টেডিয়ামে কোচ সাইফ দোহা ও সুকান্ত কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে শুরু হচ্ছে প্রথম কার্যক্রম।
×