ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যালয়ের ১১৫ বছর পূর্তিতে র‌্যালি

প্রকাশিত: ০৬:৫৭, ২২ এপ্রিল ২০১৮

বিদ্যালয়ের ১১৫ বছর পূর্তিতে র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২১ এপ্রিল ॥ জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়েছে । শনিবার সকালে বিদ্যালয় মাঠে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কু-ু ও মাগুরা পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ১১৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রমের। এ উপলক্ষে সকাল ১০টায় নতুন-প্রাক্তন ছাত্রীদের সমন্বয়ে বিদ্যালয় চত্ব¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এ্যান্ড কলেজের সহস্রাধিক শিক্ষার্থীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও প্রেসার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ডেভেলপমেন্ট সোসাইটি ফর রুরাল পিপলের ২২ বছর পূর্তি উপলক্ষে এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অধুনালুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ নূর ইসলাম, সাংবাদিক হোসেন চিশতী সিপলু, সাংবাদিক এম এ শাহীন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম ও শেখ গোলাম আকবর।
×