ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভূমিখেকোর হাত থেকে এতিম মেয়ের বাড়ি রক্ষার দাবি

প্রকাশিত: ০৬:৫৬, ২২ এপ্রিল ২০১৮

ভূমিখেকোর হাত থেকে এতিম মেয়ের বাড়ি রক্ষার দাবি

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২১ এপ্রিল ॥ মীরসরাই ভূমিখেকো আপন চাচাত ভাইদের হাত থেকে এতিম কন্যার ঘর-বাড়ি ও ভিটামাটি রক্ষার দাবিতে মীরসরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত আফসানা শারমিন (২২)। শনিবার দুপুরে মীরসরাই প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করে স্থানীয় সাংবাদিকদের কাছে তার অভিযোগ তুলে ধরেন। এ সময় তার স্বামী, শ^শুর-শাশুড়ি ও দেবর উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি মীরসরাই উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের পূর্বকাঁটাছড়া গ্রামের মৃত ফয়েজ উল্লাহ ও মাতা কামরুন জাহান দম্পত্তির একমাত্র কন্যা। ২ বছর পূর্বে তার পিতা মারা যান। এর ১১ মাস পরে তার মাও মৃত্যুবরণ করেন। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে চট্টগ্রামে অবস্থান করছেন। যাওয়ার সময় গ্রামের বাড়িতে তালা দিয়ে যান। এর পর গত ১১ নবেম্বর বাড়িতে এলে ঘরে তালা দেখতে পান এবং তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না বিবাদী চাচি, চাচাত ভাই ও তাদের সহযোগী জাহেদ হোসেন (২৫), মমিনুল ইসলাম (৩১), কামাল হোসেন (৩৫), তাহেরুন্নেছা (৫০) ও লায়লা বেগম (২৬)। ঘরে ঢুকতে চাইলে তার ওপর হামলা করে। হামলাকারীদের লাঠির আঘাতে আফসানা ও তার স্বামী আহত হয়। এর পর গত ৩০ মার্চ স্বামী, শ্বশুরসহ আত্মীয়স্বজন নিয়ে ঘরে ঢুকতে গেলে সেখানেও উল্লেখিত ব্যক্তিদের লোকজন বাধা প্রদান করে। এদিকে মোমিনুল ইসলাম বাড়িটি চাচাত ভাইদের দখল করিয়ে দেবার জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে মিথ্যা মামলাসমূহ পরিচালনা করছে। কয়েকটি মামলা ইতোমধ্যে আদালতে খারিজও হয়েছে। আমি প্রধানমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই ন্যায্য বিচারের। আদালত ও প্রশাসনের কাছে আমার পিতা-মাতার রেখে যাওয়া ঠিকানা ফিরে পাবার আবেদন জানাই। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, ভুক্তভোগী শারমিনের বিষয়টি মানবিকতার বিবেচনায় সকল প্রকার তদন্ত কার্যক্রম ও ঘটনার সুরাহার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, শীঘ্রই সকল সমস্যার অবসান করে বিষয়টি আমরা সমাধান করতে সক্ষম হব। বিবাদীদের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এই বিষয়ে স্থানীয় কাঁটাছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ুন বলেন, বিষয়টি নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরে চলছে, থানা প্রশাসন জোরালো ভূমিকা রাখলে এর সমাধান সহজ হবে।
×