ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় আলোচনা সভা

কবি নজরুল রসুলপুর খাঁবাড়িতে এসেছিলেন

প্রকাশিত: ০৬:৫৬, ২২ এপ্রিল ২০১৮

কবি নজরুল রসুলপুর খাঁবাড়িতে এসেছিলেন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাতক্ষীরার রসুলপুরের ঐতিহ্যবাহী খাঁ বাড়িতে এসেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন এক সময়ে মাওলানা আকরাম খাঁ ও সঙ্গীত সম্রাট আব্বাস উদ্দিন আহমদসহ তিনি খাঁ বাড়িতে অবস্থান করেন এমন তথ্যসূত্র ধরে এই খাঁ বাড়িতেই আয়োজন করা হয় কবি নজরুল অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় খাঁ বাড়ির আঙ্গিনায় ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ এই আলোচনা সভার আয়োজন করে। ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি পল্টু বাসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে খুলনা বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল মান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভগের সহযোগী অধ্যাপক ড. রুবেল আনসার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ আলোচনায় অংশ নেন। খাঁ বাড়ির পক্ষ থেকে স্মৃতিচারণমূলক তথ্য তুলে ধরেন প্রকৌশলী আলিমুজ্জামান খান টালু। আলোচকরা বলেন, জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খানের লেখা তার আত্মজীবনীর ‘জীবনের জলছবি’ গ্রন্থে কবি কাজী নজরুল ইসলাম সাতক্ষীরার খাঁ বাড়িতে এসেছিলেন এমন তথ্য সূত্র ধরেই নজরুলের স্মৃতি ধরে রাখতেই এমন আয়োজন। প্রায় শত বর্ষ আগের এই স্মৃতি খুঁজে বের করে সাতক্ষীরার ইতিহাস ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ, আলোকিত ও উজ্জীবিত করতে এই আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। আলোচনায় অধ্যাপক ড. রুবেল আনছার বলেন, কবি ১৯২৬ সালে ও ১৯৩৭ সালে দুবার খুলনা অঞ্চলে এসেছিলেন এমন তথ্যসূত্র কবির বিভিন্ন জীবন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। এর বাইরে রসুলপুরের খাঁ বাড়িতে অবস্থান এর এ তথ্য খুলনাঞ্চলের জন্য একটি নতুন সংযোজন। আলোচনায় সকলে কবির এই সাতক্ষীরা অঞ্চলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করে জাতীয়ভাবে এর স্মৃতি ধরে রাখার আহ্বান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভা শেষে হয়।
×