ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ০৬:৫৪, ২২ এপ্রিল ২০১৮

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একই পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ডের এক সদস্যকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী সদস্য এ ঘটনায় শেষ পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। এরই মধ্যে অভিযোগের তদন্তও শুরু হয়েছে। অভিযুক্ত চেয়ারম্যানের নাম সানাউল্লাহ। বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও পরবর্তীতে তিনি যোগ দিয়েছেন আওয়ামী লীগে। ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামে তার বাড়ি। দিনাজপুরে ভুয়া প্রশ্ন ফাঁসকারী আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। দিনাজপুর র‌্যাব ১৩-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শহরের মহাজনপাড়া ২নং নিউটাউনের মজিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে চলতি এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে প্রতারণার অভিযোগে মজিবুরের ছেলে আশিকুর রহমান সাগরকে আটক করে। আটক সাগর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্য হিসেবে সে দায়িত্ব পালন করত।
×