ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৬:৫৪, ২২ এপ্রিল ২০১৮

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২১ এপ্রিল ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ ইব্রাহিম খলিল (৯) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে স্কুলে যাওয়ার সময় উল্টে পথে আসা ট্রাকচাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেলে মৃত্যুবরণ করেন। নিহত স্কুলছাত্র উপজেলার মধ্য মসজিদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের হাম্মাদিয়া জামে মসজিদ এলাকার পশ্চিম পাশের ইউনুসের পুত্র। জানা যায়, প্রতিদিনের ন্যায় মধ্য মসজিদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ইব্রাহিম খলিল স্কুলে যাওয়ার জন্য মহাসড়কের পশ্চিম পাশ লাইন পার হয়ে পূর্ব পাশ লাইন পার হওয়ার সময় উল্টে পথে আসা জিপিএইচ ইস্পাত কারখানার একটি গাড়ি চাপা দেয়। এতে স্কুলছাত্র গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুবরণ করেন। বাউফলে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, বাউফল-বগা প্রধান সড়কের শাপলাখালী এলাকার কাদের মোল্লার বাড়ির কাছে আলিম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটো গাড়ি উল্টে গিয়ে শারমিন আক্তার (২২) নামের এক গৃহবধূ মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন তার তিন বছরের মেয়ে মরিয়ম ও দশম শ্রেণী পড়ুয়া ভাই আমিনুল ইসলাম। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার সময় এ ঘটনা ঘটেছে।
×