ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নড়াইল ও সিলেটে সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৬:৪৯, ২২ এপ্রিল ২০১৮

নড়াইল ও সিলেটে সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২১ এপ্রিল ॥ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে আবুল খায়ের (৩৮) নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। খায়ের পারমল্লিকপুরের মোয়াজ্জেম হোসেন মকিম মৃধার ছেলে। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ এবং দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে ঠাকুর ও মৃধা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে ঠাকুর গ্রুপের লোকজন মৃধা গ্রুপের লিটু (৫০) ও আকরামকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করে। পরে মৃধা গ্রুপের লোকজন ঠাকুর গ্রুপের খায়েরকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করে। আহত খায়েরকে ঢাকার নেয়ার পথে ফরিদপুরে মারা যান। এ দিকে পারমল্লিকপুর গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী পিংকি খানমসহ আনিস, রিয়াজুল ঠাকুর, নিয়ন ও সজীব শেখ শটগানের গুলিতে আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। আহতরা জানান, পুলিশের গুলিতে তারা আহত হয়েছেন। অবশ্য পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল এলাকায় হাসের ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন। নিহত ছয়ফুল আলম (৩২) লক্ষ্মীনগর (নয়াহাটি) গ্রামের আবিদ আলীর ছেলে। জানা যায়, তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রাম সংলগ্ন খাড়াদিঘা হাওড়ের বাঁধে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে লক্ষ্মীনগর গ্রামের ছয়ফুল আলম ও পূর্ব পেকেরখাল (লক্ষ্মীনগর) গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে আব্দুল খালিকের পক্ষের লোকের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের মধ্যে হামলা, পাল্টাহামলার সময় অপর পক্ষের দায়ের কোপে ঘটনাস্থলেই ছয়ফুল আলমের মৃত্যু ঘটে।
×