ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রীড়া উপমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৯, ২২ এপ্রিল ২০১৮

ক্রীড়া উপমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ এপ্রিল ॥ যুক্তরাজ্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপির ওপর হামলার প্রতিবাদে শুক্রবার রাতে নেত্রকোনা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্য সহযোগী সংগঠন যৌথভাবে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে। রাত আটটায় শহরের ছোটবাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন : জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সহ-সভাপতি হাবিবুুর রহমান খান রতন, যুগ্ম-সম্পাদক নূর খান মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শাহজাহান কবীর সাজু, মনোয়ার জাহান সুজন ও জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি প্রমুখ। গত বুধবার যুক্তরাজ্যে কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন উপলক্ষে সফররত নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ন্যক্কারজনক হামলা চালায়। সিলেটে এক রাতে দুই বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেঞ্চুগঞ্জে একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামের শাকিল আহমদ ও হাটুভাঙা গ্রামের রসনু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রধারী ডাকাতরা দুটি বাড়ি থেকে ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়, রাতে ১৪-১৫ জনের মুখোশপরিহিত অস্ত্রধারী ডাকাতদল কর্মধা গ্রামের শাকিলের বাড়িতে হানা দেয়। বাড়ির প্রধান ফটকের তালা ও কলাপসিবল গেটের তালা ভেঙে বসতঘরের শয়নকক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকল নারী, পুরুষ ও শিশুদের জিম্মি করে আলমিরা ভেঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন ও ৩টি চার্জলাইট নিয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী হাটুভাঙা গ্রামের রসনু মিয়ার বাড়ি থেকে আলমিরা ভেঙ্গে ৭ ভরি স্বর্ণালঙ্কার, সাত হাজার টাকা এবং ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
×