ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে আটক বিএনপি নেতাকর্মীরা জেলহাজতে

প্রকাশিত: ০৬:৪৭, ২২ এপ্রিল ২০১৮

নড়াইলে আটক বিএনপি নেতাকর্মীরা জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২১ এপ্রিল ॥ নড়াইলের নড়াগাতিতে গোপন বৈঠকের সময় আটক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদকে প্রধান আসামি করে ৪১ নাম উল্লেখ করে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে নড়াগাতী থানায় এ মামলা দায়ের করেন। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদসহ ৪১ নেতাকর্মীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নড়াইলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান মাসুম জানান, গোপন বৈঠকের অভিযোগে শুক্রবার বিকেলে নড়াগাতির থানার খাশিয়াল গ্রামে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে ৫৮ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে কয়েকজন মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইক চালক থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। বাকি ৪১ জনের নামে মামলা দায়ের করা হয়। নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদকে প্রধান আসামি করে ৪১ নাম উল্লেখ করে নামে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ ৪ জনকে পলাতক দেখানো হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ জনকে। মামলার অন্য অসামিরা হলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা মাজেদুর রহমান, মিজানুর রহমান মিজু বিশ্বাস, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৪টি ককটেল, বিপুল পরিমাণ লাঠি ও রড উদ্ধার করা হয়। আটকের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আটক নেতাকর্মীদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×