ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আটক ১৫ জন কারাগারে

প্রকাশিত: ০৬:৪৭, ২২ এপ্রিল ২০১৮

মাদারীপুরে আটক ১৫ জন কারাগারে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ এপ্রিল ॥ শুক্রবার বেলা ১১টায় মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ব্যাংকার, কলেজের প্রভাষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কলেজের ছাত্রসহ ১৫ জনকে ডিবি পুলিশ আটক করে। আটকের পর শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতদের বিষয়ে রিমান্ডের আবেদন করা হচ্ছে বলে ওসি ডিবি সুকদেব রায় জানান। আটককৃতরা হলো-পলাশ ম-ল, মনতোষ সরকার, আকরাম হোসেন, অপূর্ব হাওলাদার, বিনয় ভক্ত, অনাদী বিশ^াস, শশাঙ্ক বৈদ্য, তানভীর আহম্মেদ, মৃদুল হালাদার, আশিষ বালা, মৃত্যুঞ্জয় বালা, অলোক বালা, সন্তোষ হালদার, সুরঞ্জন পান্ডে ও মকসেদুল আলম। জয়পুরহাট জেলা কারাগারে হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২১ এপ্রিল ॥ জয়পুরহাট জেলা কারাগারে শনিবার আজিজার রহমান (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। জেল সুপার কাওয়ালিন নাহার জানান, জেলার কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের আজিজার মোল্ল্যা এপ্রিল মাসের ৮ তারিখে মাদক মামলায় কারাগারে আসে। শনিবার বেলা ১১টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তুলশী চন্দ্র রায় জানান, প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তিকৃত কারাগার থেকে হাজতি আজিজার মোল্ল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
×