ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ছয় গুণীকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৪৭, ২২ এপ্রিল ২০১৮

হবিগঞ্জে ছয় গুণীকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২১ এপ্রিল ॥ গুণিজনদের হাতে শুক্রবার সন্ধ্যায় ‘মুক্তিযোদ্ধা ছা’আদত-ছালেমা চৌধুরী স্মৃতিপদক প্রদান করা হয়। হবিগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কার্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ওই পর্ষদ। পর্ষদের সভাপতি সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব গীতিকার মোঃ সফিউল আলম, সাবেক এমপি এ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, প্রাক্তন পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ। এ সময় ৫২’র ভাষা আন্দোলনে অবদান রাখায় প্রাক্তন এমপি ভাষা সৈনিক এ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, শিক্ষা, উন্নয়ন ও প্রশাসনে গতিশীলতা সৃষ্টি করায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, আইনশৃঙ্খলা উন্নয়নে অবদান রাখায় পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম বার, দেশের উন্নয়ন নিয়ে মোরা দুরন্ত-মোরা দুর্বার শেখ হাসিনা রূপকার গান রচনার জন্য উপসচিব মোঃ শফিউল আলম ও সাংবাদিকতায় অবদান রাখায় সাংবাদিক হারুনুর রশীদ চৌধুরীকে সার্টিফিকেটসহ পদকে ভূষিত কর।
×