ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনকণ্ঠ সাংবাদিকের সঙ্গে প্রতারণা ॥ থানায় জিডি

প্রকাশিত: ০৬:৪৬, ২২ এপ্রিল ২০১৮

জনকণ্ঠ সাংবাদিকের সঙ্গে প্রতারণা ॥ থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২১ এপ্রিল ॥ পার্বতীপুরের দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা শ.আ.ম হায়দারের সঙ্গে প্রতারণা করায় হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটের মাহমুদুন নবীর বিরুদ্ধে স্থানীয় মডেল থানায় শনিবার দুপুরে জিডি দায়ের হয়েছে। বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশে শ.আ.ম হায়দার ভবানীপুর এলাকায় যান। সেখানকার একটি হোটেলে দুপুরের খাবার সারেন। এ সময় ওই মাহমুদুন নবী তার সামনে বসে কৌশলে যুগল ছবি তুলে বিভিন্ন আপত্তিকর বক্তব্য লিখে কয়েকটি ফেসবুক আইডি থেকে আপলোড করেন। জানা গেছে, এই ব্যক্তি বেশ কিছু দিন ধরে এলাকার কিছু যুবককে ভুল বুঝিয়ে পয়সা কড়ির লোভ দেখিয়ে সঙ্গে নিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন। সমাজে প্রতিষ্ঠিত সম্মানীয় ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলাপ করার ছলে কৌশলে মোবাইলে তার সঙ্গে ছবি ধারণ করে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রচার করে ফয়দা হাসিল ও ব্লাকমেইল করার কাজে লিপ্ত রয়েছেন। আপত্তিকর বক্তব্য দেয়ায় একাধিকবার লাঞ্চিতের শিকার হন। বরিশালে অগ্নিকাণ্ডে পাটের গুদামসহ আট দোকান ছাই স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলার খাসেরহাট বন্দরে শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ছয়টি পাটের গুদামসহ আটটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বন্দরের ব্যবসায়ীরা জানান, বন্দরের রুহুল আমিন পাটোয়ারীর গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পরে।
×