ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক কিমি সড়কের কাজ দুই বছরেও শেষ হয়নি

প্রকাশিত: ০৬:৪৫, ২২ এপ্রিল ২০১৮

এক কিমি সড়কের কাজ দুই বছরেও শেষ হয়নি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ এপ্রিল ॥ দফায় দফায় সময় বৃদ্ধির পরও শেষ করতে পারেনি এক কিলোমিটার সড়কের কাজ। প্রতিনিয়ত ঘটেই চলেছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। পায়ের আঘাতেই মিশে যাচ্ছে রাস্তায় ডব্লিউএমে ব্যবহৃত লাগানো ইট। কাজের গতি ও মান নিয়ে বিস্তর অভিযোগ এলাকাবাসীর। পর পর ৫টি চিঠি দিয়েও কাজের মান বা গতি বাড়াতে পারেনি বাস্তবায়নকারী সদর উপজেলা প্রকৌশল বিভাগ। জানা গেছে, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী সিন্দুরমতি পুণ্যস্নানে আগতরাসহ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে ওই ইউনিয়নের বাবুর কালীরপাঠ থেকে সিন্দুরমতি বাজার পর্যন্ত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এক কিলোমিটার পাকাকরণের জন্য ২০১৬/১৭ অর্থবছরে ৫৬ লাখ ৫৭ হাজার ১৮০ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি বাস্তবায়নে দরপত্র আহ্বান করে উপজেলা প্রকৌশল দফতর। দরপত্র অনুযায়ী সর্বোচ্চ কমিশনে ৫২ লাখ এক হাজার ৫০৮ টাকায় কাজ করতে চুক্তিবদ্ধ হন কুড়িগ্রামের মোস্তফা ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরুতে নিম্নমানের কাজের অভিযোগে সতর্ক করে দিয়ে নিম্নমানের ইট-বালু সরিয়ে দেয় প্রকৌশল বিভাগ। পুনরায় নিম্নমানের কাজের অভিযোগে উচ্চতর তদন্ত টিম নামে কাজটি পরিদর্শনে। এভাবে শেষ হয় চুক্তিকালীন এক বছর মেয়াদ। দীর্ঘদিন কাজ বন্ধ রেখে এক বছর মেয়াদ বাড়িয়ে নেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। মেয়াদ অনুযায়ী চলতি বছরের জুনের মধ্যে কাজ সমাপ্ত করার কথা থাকলেও এখন পর্যন্ত ৫০ শতাংশ কাজ শেষ করতে পারেননি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। জনদুর্ভোগ লাঘবে কাজের গতি ও গুণগত মান বাড়াতে দুই বছরে ৫টি চিঠি দেয়া হলেও কোন কাজে আসেনি বলে উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমানের দাবি। স্থানীয়রা জানান, রাস্তা কেটে কয়েক মাস ফেলে রাখে। এরপর নিম্নমানের বড় বড় খোয়া ও বালুর পরিবর্তে কাদামাটি ফেলে রোলার না দিয়ে কয়েক মাস ফেলে রাখা হয়। ফলে পথচারীরা এ রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
×