ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডোবা খাল বিলে দ্রুত গড়ে উঠছে বহুতল ভবন

প্রকাশিত: ০৬:৪৪, ২২ এপ্রিল ২০১৮

ডোবা খাল বিলে দ্রুত গড়ে উঠছে বহুতল ভবন

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ এপ্রিল ॥ রাজধানী ঢাকার অতি সন্নিকটে হয়েও কেরানীগঞ্জ ছিল একটি গ্রাম্য এলাকা। ৭-৮ বছর আগেও দেশের আর পাঁচটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মতই ছিল কেরানীগঞ্জ। সন্ধ্যা নামলেই অন্ধকারে নিমজ্জিত হতো এই এলাকা। কিন্তু দিন বদলের প্রতিযোগিতায় ১৬৭ বর্গকিলোমিটার কেরানীগঞ্জ এখন পুরোটাই মডেল সিটি হিসেবে দিন দিন গড়ে উঠছে। এক সময় যে জায়গায় ডোবা আর খাল-বিল ছিল, সেখানে এখন বহুতল ভবন আর বড় বড় শপিংমল গড়ে উঠেছে। আরও গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা। আর এগুলোতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে হাজার হাজার মানুষের। ইতোমধ্যে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হয়েছে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায়। একই এলাকায় গড়ে উঠবে পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর এর সঙ্গেই থাকছে শিক্ষার্থীদের জন্য থাকার হলও। আরও গড়ে উঠেছে কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় পোর্ট কন্টেনার। এখান থেকে ব্যবসায়ীরা সহজে পণ্য আনা-নেয়া করতে পারছে। আর এ কারণে তাদের ব্যবসাও অনেক সহজ হয়ে গেছে। এখানে আরও রয়েছে পাসপোর্ট অফিস। যেটি ছিল ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। এখন তা স্থানান্তর করে ঢাকা-মাওয়া মহাসড়কের লিংক রোড নতুন রাস্তা নামক জায়গায় হয়েছে। এখন নিজস্ব ভবনে এর কার্যক্রম শুরু হয়েছে। গ্রাহকদের ভোগান্তিও কমেছে অনেকগুণ। এখন পুরান ঢাকাসহ এর পার্শ¦বর্তী এলাকার লোকজন খুব সহজেই এখানে এসে এই সুবিধা পাচ্ছে। এখানে উন্নয়নের ছোঁয়ায় যোগ হয়েছে রাজউকের ঝিলমিল প্রজেক্ট, প্রিয় প্রাঙ্গণ ও বসুন্ধরা রিভারভিউ প্রকল্প। এছাড়া পদ্মা সেতুর সঙ্গে সংযোগের জন্য কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনে উন্নত হওয়ার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে গেছে। চার লেনের কাজ পদ্মা সেতুর সঙ্গে দ্রুত গতিতে চলছে।
×