ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মায়ের সঙ্গে ভেড়া শাবক

প্রকাশিত: ০৬:৪২, ২২ এপ্রিল ২০১৮

মায়ের সঙ্গে ভেড়া শাবক

তিউনিসিয়ার সবুজ মাঠগুলোতে বিভিন্ন ধরনের গবাদিপশু চরে বেড়ায়। অনেক সময় এসব পশুর মালিকরা তাদের পাহারা দিয়ে সবুজ ঘাস খাওয়ান। খোলা মাঠে ঘাস খেতে খেতে পশুরা কখনও কখনও আনন্দে নেচে ওঠে। তেমনি এই মা ভেড়াটিকে রাজধানী তিউনিসের ৩০ কিলোমিটার পশ্চিমে তেবুরবা শহরসংলগ্ন একটি সবুজ মাঠে শুক্রবার শাবকদের নিয়ে ঘাস খেতে দেখা যায় -এএফপি পাখির লড়াই আফগানিস্তানের গজনিতে স্থানীয় লোকদের শুক্রবার কোয়েল পাখির লড়াই দেখতে দেখা যায়। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের সময় দেশটিতে এরকম দৃশ্য দেখা ছিল অকল্পনীয়। তারা সব রকম জোয়া ও পশু-পাখির লড়াই নিষিদ্ধ করেছিল। তবে বর্তমানে পশ্চিমা সমর্থিত সরকারের অধীনে দেশটির প্রতিদিনকার জীবনের সহিংসতার প্রেক্ষাপটে ষাঁড় লড়াইসহ সব ধরনের পশু-পাখির লড়াই পুনরায় চালু করা হয়েছে।-এএফপি
×