ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ যুবককে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৬:৪১, ২২ এপ্রিল ২০১৮

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ যুবককে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জেলায় বন্দুকযুদ্ধে ডাকাত ও সন্ত্রাসীদের হাতে যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। একই রাতে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা টি বাবু (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী জানান, গত মার্চ মাসে ফুলপুরে জহিরুল নামে এক অটোরিক্সা চালককে হত্যা করে তা নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় শাওন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সহযোগীদের নাম প্রকাশ করে। রাতে শাওনের সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশ ফুলপুরের শাহপুরে অভিযান চালায়। পুলিশী অভিযান টের পেয়ে শাওনের সহযোগীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রাজ্জাক নামে এক জন মারা যায়। পুলিশ জানায়, রাজ্জাক ছিনতাই ও ডাকাতিসহ জহিরুল হত্যা মামলার সঙ্গে জড়িত ছিল। র‌্যাব সদর দফতরে নববর্ষ উদযাপন স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে শনিবার দুপুরে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর বিমানবন্দর এলাকায় র‌্যাবের সদর দফতর। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীকে মঞ্চে র‌্যাব ডিজি বেনজীর আহমেদ নববর্ষের শুভেচ্ছা জানান। উল্লেখ্য পহেলা বৈশাখের এক সপ্তাহ পর এই উৎসব উদযাপন করেছে র‌্যাব। নববর্ষ উদযাপনে বিলম্বের কারণও ব্যাখ্যা করেছেন র‌্যাব পরিচালক মুফতি মাহমুদ খান। বলেছেন, সাধারণত পহেলা বৈশাখের দিন রাজধানীসহ দেশব্যাপী ব্যাপক নিরাপত্তায় র‌্যাবের টপ টু বটম প্রতিটি সদস্যকেই সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হয়। নববর্ষে সবার নির্বিঘœ নিরাপদ আনন্দ নিশ্চিত করতেই র‌্যাবকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাদেরও বাসনা থাকে নববর্ষের স্বাদ নেয়ার। সেজন্যই কিছুটা বিলম্বে এক সপ্তাহের মাথায় র‌্যাব সদর দফতরে এই আয়োজন করা হয়।
×