ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগ অস্বীকার

উড়ো চিঠির ভিত্তিতে তদন্তে নেমেছে দুদক- এমপি মিজানের দাবি

প্রকাশিত: ০৬:৪০, ২২ এপ্রিল ২০১৮

উড়ো চিঠির ভিত্তিতে তদন্তে নেমেছে দুদক- এমপি মিজানের দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ উড়ো চিঠির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্তে নেমেছে বলে দাবি করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। তিনি বলেন, অভিযোগকারী সংক্ষিপ্ত নাম ব্যবহার করে দুইটি অভিযোগ দাখিল করেছেন। যেখানে একটি আবেদনে অভিযোগকারী তার পরিচয়ে ম, হা এবং অপরটিতে শ, হা লিখেছেন। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে ১৪ দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি মিজান এ কথা বলেন। মিজানুর রহমান মিজান তার বিরুদ্ধে দুদকে দাখিলকৃত অভিযোগ অস্বীকার করে বলেন, গুলশান, বনানী ও বারিধারায় কোন প্লট বা ফ্লাট তার নেই। খুলনা শহরে তার নামে কোন বাড়ি ও জমি নেই। যা আছে তা পৈতৃক বাড়ি যেখানে তিনি বসবাস করছেন। আর গ্রামের বাড়ি গোপালগঞ্জে কিছু জায়গা জমি আছে। অথচ অভিযোগে বলা হচ্ছে ‘ঢাকা, আমেরিকা, লন্ডনে আমার বাড়ি রয়েছে। যা’ সম্পূর্ণ মিথ্যা’। মিজান বলেন, ‘মাদকের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। বরং আমি সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মিডিয়াতেও আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে না কি আমার পরিচয় আছে। অথচ তাকে আমি চিনিই না। এছাড়া মাদকের কথা বলতে গিয়ে কক্সবাজারের এমপি বদিউজ্জামান বদির সঙ্গে আমার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। এ সকল বিষয়ে বিন্দু বিসর্গ আমি জানি না।’ তিনি বলেন, এখন ডিজিটাল সিস্টেমে সবকিছু পরিচালিত হচ্ছে। এনবিআর বা অন্য কোন সংস্থা একটু খোঁজ নিলেই জানতে পারবে আমার কি সহায় সম্পদ আছে। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় ব্যক্তি নানা ষড়যন্ত্র, অপপ্রচার চালিয়ে মাদক ব্যবসায়ী, জমি দখলকারী, চোরাচালানী বানানোর চেষ্টা করছে বলে মিজান দাবি করেন। এই ষড়যন্ত্রকারীরা ভুল বুঝিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৪ দল খুলনার সদস্য সচিব খালিদ হোসেন। উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাসদ খুলনা মহানগর সভাপতি রফিকুল ইসলাম খোকন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক ম-লীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, জেপির জেলা সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মোশারফ হাওলার, ন্যাপের জেলা সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এফ এম ইকবাল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সুলাইমান হাওলাদার প্রমুখ।
×