ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোতে বৈদেশিক লেনদেন করবে ইরান

প্রকাশিত: ০৬:৩৭, ২২ এপ্রিল ২০১৮

ইউরোতে বৈদেশিক লেনদেন করবে ইরান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈদেশিক মুদ্রার হিসাবের ক্ষেত্রে ডলারের পরিবর্তে এখন থেকে ইউরো ব্যবহার করবে ইরান। ওয়াশিংটনের সঙ্গে চলমান রাজনৈতিক বিরোধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। গত সপ্তাহে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ভালিউল্লাহ সাইফ বলেন, বৈদেশিক বাণিজ্যে ডলারের স্থলে ইউরো গ্রহণের তার পরামর্শকে স্বাগত জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি (খামেনি) বলেন- এখন আমাদের লেনদেনে ডলারের কোন স্থান নেই। ইরানের এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সরকারী প্রতিষ্ঠানগুলোতে বৈদেশিক মুদ্রার হিসাবের ক্ষেত্রে ভিত্তি হবে ইউরো। এর মাধ্যমে সরকারী প্রতিবেদন ও পরিসংখ্যান তুলে ধরার সময় ডলারের কোন উল্লেখ থাকবে না। বৈদেশিক মুদ্রার উল্লেখের প্রয়োজন হলে ইউরোর মাধ্যমে তা করা হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকও এ ধরনের নিয়ম মেনে চলবে। নতুন এ ঘোষণার ফলে সরকারী সংস্থাগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও ডলারের পরিবর্তে ইউরো ব্যবহারে উৎসাহী হবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই লেনদেনে ডলার থেকে বের হওয়ার চেষ্টা করে আসছিল ইরান।
×