ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল ॥ গুতেরেস

প্রকাশিত: ০৬:৩৩, ২২ এপ্রিল ২০১৮

শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল ॥ গুতেরেস

জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনগুলোতে কর্তব্যরত অবস্থায় নিহত শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীদের স্মরণ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই স্মরণ অনুষ্ঠানে মহাসচিব আন্তনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। স্মরণের তালিকায় স্থান পায় ২০১৬ সালের এক জুলাই থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিহত বাংলাদেশের পাঁচজনসহ বিশ্বের ৪২টি দেশের ১৪০ শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীর নাম। এদের মধ্যে ১২৩ সামরিক বাহিনীর ও তিনজন পুলিশ বাহিনীর সদস্য এবং ১৪ জন বেসামরিক কর্মী। খবর ওয়েবসাইটের। বাংলাদেশের শান্তিরক্ষীরা হলেন, ২০১৬ সালের ১৩ অক্টোবর মালি মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত মোঃ আবুল বাশার, ২০১৭ সালের ৫ জানুয়ারি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত মোঃ আব্দুর রহিম, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর মালি মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত মোঃ মনোয়ার হোসেন, মোঃ জাকিরুল আলম সরকার ও মোঃ আলতাফ হোসেন। নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই স্মরণসভা শুরু হয় বেহালার করুণ সুর পরিবেশনের মাধ্যমে। মোমবাতি প্রজ্জ্বলনের পর এক মিনিট নীরবতায় নিহতদের স্মরণ করেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাক ও নিরাপত্তা পরিষদের সভাপতি গুস্তাভে মোজা-কোয়াড্রা।
×