ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরাইলী সৈন্যের গুলিতে আরও চার ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৬:৩৩, ২২ এপ্রিল ২০১৮

গাজায় ইসরাইলী সৈন্যের গুলিতে আরও চার ফিলিস্তিনী নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী সেনার গুলিতে আরও চার ফিলিস্তিনী নিহত হয়েছেন। শুক্রবারে নিহত এই চারজনকে নিয়ে গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচীতে এক সাংবাদিকসহ ৩৫ জন নিহত ও অন্তত দুই হাজার ফিলিস্তিনী আহত হয়েছেন। ওয়েবসাইট। শুক্রবার ইসরাইলী সেনাদের গুলিতে যে চার ফিলিস্তিনী নিহত হয়, যাদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও আছে। অবরুদ্ধ গাজা সীমান্তে ফিলিস্তিন বিক্ষোভকারীদের পাথর ছোড়ার জবাব গুলি ছুড়ে দিচ্ছে ইসরাইলী বাহিনী। ইসরাইলী সেনারা লিফলেট বিলিয়ে সীমান্তের কাছে ঘেঁষতে নিষেধ করলেও কয়েকজন বিক্ষোভকারীকে সীমান্ত বেড়া কাটার চেষ্টা করতে দেখা গেছে। বিক্ষোভে এখন পর্যন্ত আরও দেড়শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছে বলে জানান ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। ধারাবাহিক এ সংঘর্ষের নিন্দা জানিয়ে জাতিসংঘ বিবাদমান পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ আগেই করেছে। কিন্তু কেউ সেই অনুরোধে কর্ণপাত করেনি। শুক্রবার এক টুইটে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলাই লাদেনভ বলেন, একটি শিশুকে গুলি করে হত্যা করা ভয়ঙ্করতম নিষ্ঠুরতা। গাজায় আজ এভাবে একটি শিশুকে হত্যা কিভাবে শান্তিতে সহায়তা করবে? এটা করতে পারবে না! এই ঘটনা ক্ষোভ বাড়াবে এবং সেটা নতুন করে হত্যার কারণ হবে। শিশুদের অবশ্যই নৃশংসতা থেকে রক্ষা করতে হবে, তাদের প্রতি সহিংস হওয়া উচিত না। এর জবাবে ইসরাইল সেনাবাহিনীর অবসরে যাওয়া এক কর্মকর্তার টুইট, দয়া করে গাজায় যান, হামাসের সঙ্গে আলোচনা করুন এবং তাদেরকে সীমান্ত বেড়ার কাছে লোকজন পাঠানো বন্ধ করতে বলুন।
×