ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিউবার নতুন প্রেসিডেন্টকে পুতিনের অভিনন্দন

প্রকাশিত: ০৬:৩২, ২২ এপ্রিল ২০১৮

 কিউবার নতুন প্রেসিডেন্টকে পুতিনের অভিনন্দন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন কিউবার নবনির্বাচিত প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার পুতিন টেলিফোনে মিগুয়েল ও কিউবার বিদায়ী প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে কথা বলেন। মিগুয়েলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রুশ প্রেসিডেন্ট কিউবার অর্থনীতির আধুনিকায়নে রুশ সহযোগিতারও প্রস্তাব দেন বলেও জানিয়েছে তারা। নেতৃত্ব নির্বাচনে ন্যাশনাল এ্যাসেম্বলির দুই দিনের অধিবেশন শেষে বৃহস্পতিবার ক্যারিবীয় দেশ কিউবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৫৭ বছর বয়সী মিগুয়েল। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, কিউবার পররাষ্ট্র কৌশল ‘অপরিবর্তিত থাকবে’। জরুরী প্রয়োজনে কোন পরিবর্তন আনতে হলে কেবল কিউবার জনগণেরই সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার থাকবে। ‘পুঁজিবাদ ফিরিয়ে আনার চক্রান্ত যারা করছে তাদের কিউবায় কোন স্থান নেই,’ বলেন মিগুয়েল। এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার হাভানায় পৌঁছেছেন। কিউবার নতুন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত এবং মিত্র দেশগুলোর অন্যতম এ দেশের সঙ্গে তার দেশের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তিনি এ সফরে যান। -ওয়েবসাইট
×