ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের কাজ মানুষের পাশে দাঁড়ানো, হয়রানি নয় ॥ সাবের হোসেন

প্রকাশিত: ০৬:০৯, ২২ এপ্রিল ২০১৮

পুলিশের কাজ মানুষের পাশে দাঁড়ানো, হয়রানি নয় ॥ সাবের হোসেন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী বলেছেন, পুলিশের কাছে কোন রাজনৈতিক চাহিদা নেই। আমাদের চাহিদা একটাই। সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। পুলিশের কাজ মানুষের পাশে দাঁড়ানো। মানুষকে হয়রানি করা নয়। শনিবার সকালে সবুজবাগ থানার বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, আমার এলাকায় বিরোধী দলকে হয়রানি করা হোক, পুলিশকে এমন কোন নির্দেশনা দেয়া হয়নি। সর্বস্তরে আইনের শাসন নিশ্চিতের কথা উল্লেখ করে এই সাংসদ বলেন, আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে, অপরাধীকে প্রশ্রয় দেয় বা জানমালের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়। তাহলে আগে তাকে গ্রেফতার করবেন। কারণ আইনের উর্ধে কেউ নয়। আমরা কোন অপরাধীকে গ্রেফতারের পর শুনতে চাই না, সে আপনাদের দলের পরিচয় দেয়। মাদক ও জুয়াকে ‘মাদার ক্রাইম’ আখ্যায়িত করে বলেন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এর ফলে পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে। গত বছর ঢাকায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনকে দেশের অন্যতম বড় আয়োজন উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমরা অনেক কিছুই বলিনি। ১৪০টি দেশের সংসদের প্রতিনিধি হিসেবে ১৪০০ জন অংশ নিয়েছিলেন। ৯০টি দেশের স্পীকার-ডেপুটি স্পীকার সম্মেলনে অংশ নেন। ওই আয়োজনে ঝুঁকি ছিল। এ নিয়ে অনেক চিঠিপত্র চালাচালি হয়েছিল। আমরা বিভিন্ন থ্রেট এনালাইসিস করেছি। ডিএমপি অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে এ আয়োজন সফল করতে সহযোগিতা করেছিল।’ বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ২০১৮ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর নির্বাচনকে ঘিরে কোন অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। শনিবার সবুজবাগ থানার নতুন বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।
×