ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

’৯১ সাল থেকে শুরু হয়েছে প্রশ্নফাঁস ॥ মতিয়া

প্রকাশিত: ০৬:০৮, ২২ এপ্রিল ২০১৮

’৯১ সাল থেকে শুরু হয়েছে প্রশ্নফাঁস ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ এপ্রিল ॥ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার সকল গঠনমূলক সমালোচনা গ্রহণ করে ও তা গুরুত্ব দিয়ে সমাধান করে। প্রশ্নপত্র ফাঁস নামক সংক্রামক ব্যাধি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তা নির্মূল করতে সময় লাগছে। ভুলে গেলে চলবে না এই নকল ও প্রশ্নপত্র ফাঁস শুরু হয়েছে ৯১ সাল থেকে। আমরা দ্রুত এই প্রশ্ন ফাঁসের মতো ঘটনা বন্ধ করতে চেষ্টা করছি। খোঁজ নিয়ে দেখেছি এবারের এইচএসসি পরীক্ষায় কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। শনিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা তাঁর পরিবারের সবাইকে হারিয়ে শুধু এই দেশের উন্নয়ন ও দেশের মানুষকে নিয়েই ভাবেন। গরিব শিক্ষার্থীদের কথা ভেবে বর্তমান সরকার বিভিন্ন ধরনের উপবৃত্তি চালু, বিনামূল্যে বই প্রদানসহ যা যা করা দরকার তাই করছেন। সাবেক এমপি ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এ্যাডভোকেট এম জুবেদ আলী জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন। পরে উৎসব উদযাপন কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি, ছবি বিশ্বাস এমপি, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সাবেক এমপি মঞ্জুর কাদের কোরায়শী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত রায় প্রমুখ। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান কয়েক হাজার শিক্ষার্থী এ উৎসবে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সহপাঠীর সঙ্গে দেখা হওয়ায় তাঁরা একে অপরকে বুকে জড়িয়ে ধরেছেন। বিকেলে স্মৃতিচারণ পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
×