ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

নাট্যশালায় দ্য আলকেমিস্ট নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:০৬, ২২ এপ্রিল ২০১৮

নাট্যশালায় দ্য আলকেমিস্ট নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চ এখন দারুণ সরব। প্রতিদিনই হচ্ছে নাটকের প্রদর্শনী। মাঝেই মাঝেই মঞ্চে আসছে নতুন নাটক। কোথাও বা আবার হচ্ছে নাট্যোৎসব। নাটকের এমন বহমান সময়ে শনিবার আরেকটি নতুন নাটকের দেখা পেল ঢাকার নাট্য দর্শকরা। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হয়ে গেল দ্য আলকেমিস্ট শীর্ষক নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। প্রযোজনাটি মঞ্চে এনেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। ব্রাজিলের কথাসাহিত্যিক পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত বই ‘দ্য আলকেমিস্ট’ অবলম্বনে প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক রেজা আরিফ। নির্দেশক রেজা আরিফ বলেন, কিছুদিন আগে জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের এই প্রযোজনাটির পরীক্ষামূলক প্রদর্শনী হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ-ি পেরিয়ে এবার ঢাকায় হলো উদ্বোধনী মঞ্চায়ন। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুজিব, শতাব্দী, নোমান, তাথৈ, রাকিব, আবির, দোলা, উচ্ছাস, সেতু, সাথী, রাসেল, মিরাজ, নিশাত, নিক্সন, নিশু, ইশিকাসহ অনেকে। শাকিলা শার্মা ও মনির খানের সঙ্গীতসন্ধ্যা ॥ সম্প্রতি দাম্পত্য জীবনের সূত্র ধরে শাকিলা জাফলের নামকরণ হয়েছে শাকিলা শার্মা। শনিবার নন্দিত এই কণ্ঠশিল্পীর গানে গানে মুগ্ধ হলো রাজধানীর সুর রসিকবৃন্দ। একই আসরে তাঁর সঙ্গে সঙ্গীত পরিবেশন করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। দু’জনের একক গানের পাশাপাশি যুগলবন্দী পরিবেশনায় ভিন্ন মাত্রা পায় সঙ্গীত আসরটি। বৃষ্টিস্নাত বৈশাখী সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ সঙ্গীতানুষ্ঠান। নববর্ষ উদ্্যাপনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। অনুভূতি ব্যক্ত করে শাকিলা শার্মা বলেন, শ্রোতারা ভাবে আমি হয়ত সঙ্গীতের ভুবনে এখন নিয়মিত নই। বিষয়টি আসলে তেমন নয়। বর্তমানে ঢাকা ও দিল্লি এই দুই স্থানে আমাকে থাকতে হয়। তাই যখন যেখানে থাকি সেখানেই শ্রোতাদের আমার গান উপহার দেয়ার চেষ্টা করি। আর আজকের এ আয়োজনটির জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শফিকুল ইসলাম সেলিমকে। তিনি সঙ্গীতের প্রতি নিবেদিত একজন মানুষ। মোহময় কণ্ঠের আশ্রয়ে গানে গানে শ্রোতার অন্তরে প্রশান্তির পরশ ছড়িয়ে দেন শাকিলা শার্মা। তাঁর গাওয়া গানগুলোর শিরোনাম ছিল ‘মিষ্টি করে দুষ্টু বলো’, ‘পাথরের পৃথিবীতে’, ‘তোমাকে দেখলেই’, ‘ভুলিতে পারি না’, ‘রয় না রয় না রয় না’ ও ‘কি কথা যে লিখি’। মনি খান গেয়ে শোনান ‘বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম’, ‘আট আনার জীবন’, ‘চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে’, ‘প্রেমের তাজমহল’ ও ‘বিধি আমার এ দুই চোখ অন্ধ করে দাও’। উভয় শিল্পীর যুগলবন্দী পরিবেশনাগুলোর শিরোনাম ছিল ‘তুমি যে আমার কবিতা’, ‘সাত সাগরের ওপার থেকে’ ও ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান। শুভেচ্ছা বক্তব্য দেন বরেণ্য সঙ্গীত শিল্পী সৈয়দ আবদুল হাদী। অনুষ্ঠানটি উপভোগ করেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। সূচনা বক্তব্য দেন আয়োজক সংগঠনের নির্বাহ পরিচালক শফিকুল ইসলাম সেলিম। ‘ছবি যেন শুধু ছবি নয়’ ॥ শ্রুতিমধুর গানের অনন্য স্রষ্টা, বাংলা চলচ্চিত্রের গানের বরপুত্র সত্য সাহা। প্রায় দুই দশক আগে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তবে আজও তার গান মুখে মুখে ফেরে সঙ্গীত প্রেমীদের। সেসব গানকে আরেকবার মনে করিয়ে দিল গানের নিবেদন। বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘ছবি যেন শুধু ছবি নয়’ শিরোনামে সত্য সাহা স্মরণে গীতআলেখ্য। সব মিলিয়ে ২১টি গান গীত হয় নিবেদনের শিল্পীদের কণ্ঠে। শুরুতেই নিবেদনের শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’ চলচ্চিত্রের ‘হাতে তাদের মরণাস্ত্র’। এর পর একক কণ্ঠে শিল্পী সুমনা দাস ‘এই যে আকাশ’ ও ‘আমার মন বলে তুমি’ গান দু’টি গেয়ে শোনান। এরপর শরীফা নাজনীন ‘তুমি আসবে বলে’, ফারহানা আক্তার ‘যার ছায়া পড়েছে’ ও ‘আমি যে আঁধারের বন্দিনী’, মুক্তা ‘সাতটি রঙের মাছে আমি’, বিশ্বজিৎ রায় ‘ভাবি যেন লাজুক লতা’ ও ‘ছবি যেন শুধু ছবি নয়’, রজত দত্ত ‘তুমি কি দেখেছো কভু’, সৃজ্যোতি রায় ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’, নাসিমা শাহীন ‘গান হয়ে এলে’ ও ‘চিঠি দিও প্রতিদিন’, সেলিম রেজা ‘প্রেমের নাম বেদনা’, অগ্নিতা শিকদার মুগ্ধ ‘ও পাখি তোর যন্ত্রণা’, সঞ্জয় কবিরাজ ‘বন্ধু হতে চেয়ে তোমার’ ও ‘সুরের ভুবনে আমি আজো’ এবং লীনা দাস গেয়ে শোনান ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’। দ্বৈত কণ্ঠে স্মৃতি ও পৌষী ‘আকাশের হাতে আছে’ গানটি গেয়ে শোনান। সবশেষে শিল্পী খায়রুল ইসলামের কণ্ঠে ‘রূপালী নদীরে’ ও ‘মাঝি বাইয়া যাওরে’ গান গাওয়ার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়। চারুকণ্ঠের আবৃত্তিসন্ধ্যা ‘বিনম্র্র রোদের ছায়া’ ॥ চারুকণ্ঠ আবৃত্তি সংসদের আয়োজনে নিয়মিত ত্রৈমাসিক আয়োজন ‘বিনম্র্র রোদের ছায়া’। আয়োজনটির ২৫তম পর্ব অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। অনুষ্ঠানের প্রচলিত প্রথা ভেঙ্গে ব্যতিক্রমিভাবে সাজানো হয় এ পর্বটি। ইতোমধ্যে এই অনুষ্ঠানে যেসব কবি ও আবৃত্তিশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা সহ বেশ কয়েকজন আলোচকরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ এই পর্বে সভাপতিত্ব করবেন চারুকণ্ঠের সভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠানটি যে সব কবির কবিতা নিয়ে আয়োজন করা হয়, তারা হলেনÑকবি শামসুর রাহমান, শহীদ কাদরী, সুনীল গঙ্গোপাধ্যায়, আবুল হাসান, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, মহাদেব সাহা, রুবী রহমান, আসাদ চৌধুরী, কাজী রোজী, অসীম সাহা, মুহাম্মদ সামাদ, তারিক সুজাত, মজিদ মাহমুদ প্রমুখ। ‘পরানকথা’র গল্প সঙ্কলন প্রকাশিত ॥ ‘পরণকথা’ কথাসাহিত্যের আসরের সদস্যদের গল্প নিয়ে প্রথম গল্প সঙ্কলন প্রকাশিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের চলচ্চিত্র মিলনায়তনে সঙ্কলনটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×