ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানসহ আহত-১৫

বাউফলে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ০৫:৫৫, ২২ এপ্রিল ২০১৮

বাউফলে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ এপ্রিল ॥ বাউফলের নওমালা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজের কাছে শাসক দলের এক পক্ষের ওপর অপর পক্ষের হামলায় মোঃ রফিকুল ইসলাম (৪৫) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছে। চেয়ারম্যানসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অপর পক্ষ দাবি করেছেন, এ ঘটনাটি সাজানো। ওই ইউপি সদস্য হার্টএ্যাটাক করে মারা গেছেন। এর আগেও তিনি দুই বার স্ট্রোক করেছিলেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের ফাঁসানোর জন্য হত্যাকা- বলে অপ্রচার করা হচ্ছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ওই সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর সভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত নওমালা ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাদা হাওলাদার ১৫-২০টি মোটরসাইকেল তার অনুসারীদের নিয়ে পটুয়াখালীর লোহালিয়া থেকে নগরের হাট আসছিলেন। পথে ভাঙ্গা ব্রিজের কাছে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল বিশ্বাসের অনুসারি আলমগীর মৃধা ও কবির মৃধার নেতৃত্বে প্রায় শতাধিক লোক মোটরসাইকেল বহরে হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে এবং রড দিয়ে পেটায়। এতে চেয়ারম্যান শাহজাদা হাওলাদার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, বেল্লাল হাওলাদার, শামীম মজুমদার, হাফিজুর রহমান ও সেলিম সরদারসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ঘটনাস্থলের অদূরে থাকা পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। আহতদের মধ্যে ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
×