ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরব আমিরাতের চাহিদা অনুযায়ী শ্রমিক পাঠাবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৪, ২২ এপ্রিল ২০১৮

আরব আমিরাতের চাহিদা অনুযায়ী শ্রমিক পাঠাবে বাংলাদেশ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। তবে সে দেশের চাহিদার ভিত্তিতে শ্রমিক পাঠানো হবে। তিনি শনিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে এবং প্রযুক্তি নির্ভর উন্নত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। -খবর বাসস’র। মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আরব আমিরাতের শ্রমবাজার খুলে যাওয়ায় বাংলাদেশীদের কাজের সুযোগ সৃষ্টি হবে। এতে বৈদেশিক রেমিটেন্স আরও বাড়বে। শনিবার দুপুরে সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড প্রদান ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বদ্ধপরিকর। সে লক্ষ্যে সরকারী সেবাসমূহ বিকেন্দ্রীকরণ এবং সহজীকরণের কাজ করে যাচ্ছে সরকার। বিদেশগামী কর্মীদের সকল প্রকার হয়রানি বন্ধ এবং সেবা সহজীকরণে মন্ত্রণালয় বদ্ধপরিকর। মন্ত্রী বলেন, গত বছর বিদেশে ১১ লাখ লোকের কর্মসংস্থান সম্ভব হয়েছে, এ বছর লক্ষ্যমাত্রা ১২ লাখ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী কয়েস, বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, জেলা প্রশাসক নুমেরী জামান প্রমুখ।
×