ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে থমকে আছে উপানুষ্ঠানিক শিক্ষা

প্রকাশিত: ২৩:৩৬, ২১ এপ্রিল ২০১৮

ঠাকুরগাঁওয়ে থমকে আছে উপানুষ্ঠানিক শিক্ষা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকায় ঠাকুরগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম থমকে আছে। এক সময় প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতার হার বৃদ্ধি করতে প্রতিটি উপজেলার ও ইউনিয়ন পর্যায়ে কাজের গতি থাকলেও এখন তা অনেকাংশেই সম্ভব হচ্ছে না। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সূত্র জানায়, সম্প্রতি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক পারভেজ আখতার খানকে বদলির পর ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পটিও মুখ থুবড়ে পড়ে আছে। শিক্ষা সংশ্লিষ্টরা জানান, আজ দেশে স্বচ্ছ অফিসারের অভাব রয়েছে। যারাই দুর্নীতির বিরুদ্ধে ও ঘুষ লেনদেনে বিরোধিতা করেছেন তারাই বদলি হয়েছেন। আমরা চাই শিক্ষার মানোন্নয়নে সব অফিসাররা যেন দেশের জন্য কাজ করেন। সেই সঙ্গে দুর্নীতি মুক্ত অফিসারদের মূল্যায়ন করার দাবি জানান তারা। এ বিষয়ে জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান জানান, এ কার্যক্রম যেন ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×