ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের বিকল্প নেই ॥ শহীদুল্লাহ শিকদার

প্রকাশিত: ০৮:২৯, ২১ এপ্রিল ২০১৮

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের বিকল্প নেই ॥ শহীদুল্লাহ শিকদার

শুক্রবার বিকেলে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা কার্যালয়ে মুজিব নগর দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^দ্যিালয়ের উপ-উপাচার্য গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ শিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, মুজিব নগর সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ একটি সংগঠিত জনযুদ্ধে পরিণত হয়। আজকের বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তি দেশী বিদেশী শক্তির মদদপুষ্ট হয়ে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করতে চাচ্ছে তার বিরুদ্ধে মুজিব নগর সরকারের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক অঙ্গিকার পূরণে এগিয়ে যেতে হবে, এর কোন বিকল্প নেই। শহীদুল্লাহ শিকদার আগামী ১১ মে গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সকল নেতা কর্মীকে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সম্মেলন হবে ত্যাগী নেতাকর্মীদের মিলনমেলা। গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ গনির সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীমের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, রেজাউল করিম খান, সংগঠনিক সম্পাদক উৎপল বণিক ছাত্র নেতা বিল্লাল হোসেন ও শামিম মোল্লাহ। সভায় গণতন্ত্রী পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র ঐক্যের কাপাসিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিল্লাল হোসেন কে আহ্বায়ক মোঃ সোহাগকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ রায়হানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র ঐক্যের কাপাসিয়া উপজেলার একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি।
×