ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিরোপা থেকে এক জয় দূরে বার্সিলোনা

প্রকাশিত: ০৭:০৫, ২১ এপ্রিল ২০১৮

শিরোপা থেকে এক জয় দূরে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ বড় স্বপ্নটা ইতোমধ্যে বিসর্জন হয়েছে। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছে বার্সিলোনা। তবে দুঃখ ভুলে দলটি স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের প্রহর গুনছে। বড় কোন অঘটন না ঘটলে লা লিগার ২৫তম শিরোপা জয় সময়ের ব্যাপার লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের। কাতালানদের কাজটা আরও সহজ করে দিয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-০ গোলে হেরেছে এ্যাটলেটিকো। এর ফলে বাকি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিন পয়েন্ট পেলেই ট্রফি নিশ্চিত হবে বার্সার। অর্থাৎ শিরোপা থেকে এখন এক জয় দূরে আর্নেস্টো ভালভার্ডের দল। এবার শিরোপাটা যে বার্সিলোনার ট্রফিকেসেই উঠছে তা বোঝাই যাচ্ছিল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বেশ খানিকটাই পেছনে ফেলে দিয়েছে বার্সা। তাদের প্রধান লড়াইটা ছিল মাদ্রিদের আরেক ক্লাব এ্যাটলেটিকোর বিপক্ষে। সেই দলটি সর্বশেষ ম্যাচে বাজে হারে বার্সার সুযোগ আরও বেড়েছে। বর্তমানে আর মাত্র পাঁচটি করে ম্যাচ বাকি আছে দলগুলোর। ৩৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সিলোনার ঘরে জমা হয়েছে ৮৩ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকোর পয়েন্ট ৭১। শেষ পাঁচটি ম্যাচ যদি এ্যাটলেটিকো জিততে পারে তাহলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৮৬ পয়েন্ট। বার্সা যে অবস্থানে যেতে পারবে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেলে। দুই দলেরই সংগ্রহ যদি ৮৬ পয়েন্ট থাকে তাহলেও গোল ব্যবধানের কারণে এগিয়ে থাকবে বার্সিলোনা। বার্সাকে টপকে শিরোপা জয়ের আশা অবশ্য এ্যাটলেটিকোর খুব বেশি ছিল না। এরপরও সোসিয়েদাদের কাছে বড় ব্যবধানের হারটা নিশ্চিতভাবেই হতাশ করেছে দলটির সমর্থকদের। প্রথমার্ধের ২৭ মিনিটে একটি গোল খেয়ে পিছিয়ে পড়ে এ্যাটলেটিকো। খেলার একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ ৮০ ও ৯২ মিনিটে দুটি গোল করেন সোসিয়েদাদের বদলি ফরোয়ার্ড জুয়ানমি। আগামী সপ্তাহে (২৯ এপ্রিল) ডিপোর্টিভো লা কারুনার বিপক্ষে জয় পেলেই শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে পারবে কাতালান জায়ান্টরা। ন্যুক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে লড়তে যাওয়ার অন্তত এক সপ্তাহ আগেই এই উৎসবে মাতোয়ারার সুযোগ পাবে বার্সিলোনা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে বলেছিলেন, তার দল শেষ মুহূর্ত পর্যন্ত শিরোপার দৌঁড়ে বার্সাকে চাপের মধ্যে রাখার চেষ্টা করবেন। কিন্তু দলীয় খেলোয়াড়দের নির্জীব পারফর্মেন্সের ধারে কাছেই যেতে পারেনি বরং অন্তর্র্বর্তীকালীন কোচ ইমানল আলগুয়াচিলের অধীনে দারুণ সফলতা দেখিয়েছে সোসিয়েদাদ। দায়িত্ব নেয়ার পর চার ম্যাচের একটিতেও হারতে হয়নি তার ক্লাবটিকে। প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কোচ উনাই এমেরিকে দায়িত্ব দেয়ার জন্য স্প্যানিশ ক্লাব অধীর আগ্রহে অপেক্ষা করলেও ইমানলের এই দক্ষতা ক্লাবের স্থায়ী কোচের দায়িত্ব পাবার সম্ভাবনাকে আরও জোরদার করছে। বার্সার সামনে এখন সহজ সমীকরণ। লা করুনার বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন। কিন্তু ড্র করলে? তখন অপেক্ষাটা বাড়বে। এ্যাটলেটিকো তাদের পরের দুই ম্যাচের (রিয়াল বেটিস ও আলাভেস) যে কোন একটি জিততে ব্যর্থ হলে তখন এই ড্র নিয়েই চ্যাম্পিয়ন হবে বার্সা। তবে আরও একটি পথ আছে। বার্সা লা করুনার মাঠে নামার আগেই লীগ জয় নিশ্চিত হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে লেগানেসের বিপক্ষে রিয়ালকে হারতে হবে (২৮ এপ্রিল) এবং এ্যাটলেটিকো যদি তাদের পরের দুই ম্যাচেই ড্র করে। কারণ তখন ৩৪ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনেই থাকবে রিয়াল। বাকি চার ম্যাচ জিতলেও তাদের লাভ হবে না। আর এ্যাটলেটিকো পরের দুই ম্যাচ ড্র করলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৭৩ পয়েন্ট। এরপর তারা বাকি তিন ম্যাচ জিতলেও মোট সংগ্রহ দাঁড়াবে ৮২ পয়েন্ট। অর্থাৎ লা করুনার মাঠে নামার আগেই ৮৩ পয়েন্ট বার্সার লীগ জয়ের জন্য যথেষ্ট হতে পারে যদি এই সমীকরণগুলো মিলে যায়।
×