ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২২ বছরের বন্ধন ভাঙছেন ওয়েঙ্গার

প্রকাশিত: ০৭:০৪, ২১ এপ্রিল ২০১৮

২২ বছরের বন্ধন ভাঙছেন ওয়েঙ্গার

স্পোর্টস রিপোর্টার ॥ আর্সেনালের সঙ্গে নাড়ির সম্পর্ক কোচ আর্সেন ওয়েঙ্গারের। তারকা এই কোচ দীর্ঘ ২২ বছর গানার্সদের দায়িত্ব পালন করে চলেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে ডাগআউটে ভাল সময় যাচ্ছে না ফরাসী এই কোচের। যে কারণে ভীষণ চাপে ছিলেন। অবশেষে দীর্ঘ মায়াজাল ছিন্ন করছেন তিনি। চলতি মৌসুম শেষেই আর্সেনাল ছাড়ার ঘোষণা দিয়েছেন ৬৮ বছর বয়সী ওয়েঙ্গার। ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারকা এই কোচ। মূলত গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের পরাজয়টা মানতেই পারছিলেন না ওয়েঙ্গার। এই হারই ৬৮ বছর বয়সী ফরাসী কোচকে ভাবিয়েছে বিদায় জানানোর ব্যাপারে। ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি ওয়েঙ্গার। বিদায়ী বার্তায় তিনি ক্লাবের ওয়েবসাইটে বলেন, সতর্কতার সঙ্গে ভাবনাচিন্তা এবং ক্লাবের সঙ্গে আলোচনা করে আমার মনে হয়েছে মৌসুমের শেষে সরে দাঁড়ানোই হবে সঠিক সময়। ওয়েঙ্গার সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, এতগুলো বছর ধরে ক্লাবের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। আমি প্রতিজ্ঞাবদ্ধ ও স্বচ্ছ ছিলাম। সব আর্সেনাল ভক্তের উদ্দেশে বলছি, আপনারা ক্লাবের মান ধরে রাখবেন আশাকরি। ১৯৯৬ সালের ১ অক্টোবর প্রথমবার আর্সেনালের ডাগআউটে জায়গা করে নেন ওয়েঙ্গার। দীর্ঘ পথ পেরিয়ে সেই তিনি যখন দাঁড়িয়ে বিদায়বেলায়, এর মধ্যেই আর্সেনাল তার অধীনে ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) খেলে ফেলেছে ৮২৩ ম্যাচ। সেখানে জয়ের পাল্লাটাই ভারি বর্তমানে ইপিএলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের। ওয়েঙ্গারের ৪৭৩ ম্যাচ জয়ের বিপরীতে পরাজয় ১৫১ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতা না হলেও ইংলিশ লীগের শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছেন তিনবার, সঙ্গে এফএ কাপের ট্রফি আছে দুটি। এর মধ্যে ১৯৯৮ আর ২০০২ মৌসুমে তো জিতেছেন ইংলিশ লীগ ও এফএ কাপ দুটোরই শিরোপা। শেষ কয়েক বছর ধরেই অবশ্য ওয়েঙ্গার ঠিক সফল ছিলেন না কোচ হিসেবে। বারবার আর্সেনাল সমর্থকদের পক্ষ থেকেই আসছিল সরে দাঁড়ানোর হাঁক। ‘ওয়েঙ্গার আউট’ লেখা প্ল্যাকার্ড তো হয়েই দাঁড়িয়েছিল হাসির খোরাক। এবার যখন সত্যিই ‘আউট’ হয়ে গেলেন ওয়েঙ্গার, শেষ বাইশ বছরের কথা মনে করে ভক্তদের মনটা বিষাদে ভরে গেলেও যেতে পারে। গত বছর প্রিমিয়ার লীগের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েন ওয়েঙ্গার। প্রথম কোচ হিসেবে ৪৫টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়ার বিরল এক রেকর্ডের মালিক হন ওয়েঙ্গার। এর আগে ৪৪টি দলের বিপক্ষে জয়ী হয়ে এই রেকর্ড ধরে রেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সফল কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন। গত ২২ বছর ধরে গানার্সদের কোচ হিসেবে নিজেকে ধরে রেখেছেন ওয়েঙ্গার। যদিও ২০০৩-০৪ মৌসুমের পরে এ পর্যন্ত ক্লাবকে লীগ শিরোপা উপহার দিতে না পারার আক্ষেপে আর্সেনাল সমর্থকরা এই ফ্রেঞ্চম্যানকে প্রায় দায়ী করে। কিন্তু ক্লাবের সবচেয়ে দীর্ঘ সময়ে, সবচেয়ে সফল কোচ হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করা ওয়েঙ্গার সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে চলছিলেন। কিন্তু এবার সবাইকে কাঁদিয়ে তিনি ঠিকই ছাড়ছেন এমিরেটসের আঙ্গিনা।
×