ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে খেলবেন সেরেনা!

প্রকাশিত: ০৭:০২, ২১ এপ্রিল ২০১৮

 ফ্রেঞ্চ ওপেনে খেলবেন সেরেনা!

স্পোর্টস রিপোর্টার ॥ আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ওপেনের তালিকায় নাম লেখালেন সেরেনা উইলিয়ামস। সবকিছু ঠিক থাকলে ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এবারই প্রথম কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। বয়সে ছত্রিশকেও ছাড়িয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু এখনও প্রমীলা টেনিসের সবচেয়ে সেরা তারকার তকমাটা মাখানো তার গায়ে। এই ফ্রেঞ্চ ওপেনেও তার সময়কার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ২০০২ সালে প্রথমবারের মতো রোঁলা গ্যারোয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। তার এক দশকেরও বেশি সময় পর দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। ২০১৫ সালে সর্বশেষ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক। তবে সন্তান জন্মের দীর্ঘ বিরতি শেষে আবারও কী স্বরূপে ফিরতে পারবেন সেরেনা উইলিয়ামস? এ নিয়েই টেনিসবোদ্ধারা যথেষ্ট সন্দিহান। কেননা ইতোমধ্যে টেনিস কোর্টে ফিরলেও সেরেনার সেই আগের ধার আর দেখা যায়নি। দীর্ঘ ১৩ মাস পর গত ফেব্রুয়ারিতে ফেড কাপে অংশ নিয়েছিলেন তিনি। দ্বৈতে জুটি বেঁধেছিলেন তারই বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে। কিন্তু হল্যান্ডের কাছে হেরে যান তারা। মহিলা এককেও ফেরাটাকে খুব স্মরণীয় করে রাখতে পারেননি উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। তাও আবার বড় বোন ভেনাস উইলিয়ামসের কাছে হেরে। মায়ামি ওপেনে তো আরও হতাশ করেন টেনিসের ওপেন যুগের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী এই আমেরিকান। মায়ামির প্রথমপর্ব থেকেই লজ্জাজনকভাবে বিদায় নেন তিনি। তাও আবার জাপানের নাওমি ওসাকার কাছে হেরে। এদিকে বুধবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা এ্যান্ডি মারেও নাম লিখিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের তালিকায়। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে খেলার পর আর কোন টুর্নামেন্টেই অংশ নেননি। ২০১৬ সালের ফাইনালিস্ট মারে ফরাসী ওপেনের আগেই কোর্টে ফেরার স্বপ্ন দেখছেন। তবে ফরাসী ওপেনে খেলছেন না রজার ফেদেরার। কেননা সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি যে আরও আগেই ক্লে কোর্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই সুযোগে এবারও ফেবারিটের তকমাটা মাখানো রাফায়েল নাদালের গায়ে। স্প্যানিশ টেনিস তারকার সামনে যে এবার ফ্রেঞ্চ ওপেনের ১১তম শিরোপা জয়ের হাতছানি।
×