ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও বাংলাদেশের দাবা কোচ ইগর রাউসিস

প্রকাশিত: ০৭:০২, ২১ এপ্রিল ২০১৮

 আবারও বাংলাদেশের দাবা কোচ ইগর রাউসিস

স্পোর্টস রিপোর্টার ॥ ইগর রাউসিস শুরুতে বাংলাদেশে খেলতে এসেছিলেন। খেলার পাশাপাশি একাধিকবার বাংলাদেশ জাতীয় দাবা দলের কোচের দায়িত্বও পালন করেছেন লাটভিয়ার এই গ্র্যান্ডমাস্টার। এভাবে মোট চারবার কোচ ছিলেন বর্তমানে চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা এই দাবাড়ু। সেই রাউসিসকে পঞ্চমবারের মতো জাতীয় দলের কোচ করতে যাচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশন। আগামী জুন থেকে তিন মাসের জন্য বাংলাদেশের কোচ হবেন এই সুপার গ্র্যান্ডমাস্টার। লক্ষ্য ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। জর্জিয়ার বন্দরনগরী বাতুমিতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশ পুরুষ ও মহিলা দুই দলই। জানা গেছেÑ রাউসিসের পারিশ্রমিক হবে আড়াই হাজার ডলার। প্রয়োজনে তার মেয়াদ বাড়ানো হবে। ২৬৪০ রেটিংধারী রাউসিস শুধু অলিম্পিয়াডগামী দলকেই প্রশিক্ষণ দেবেন না, উদীয়মানদেরও দেখভাল করবেন। রাউসিসের বেতনসহ আনুষঙ্গিক খরচ ও ট্রেনিংয়ের ব্যয় নির্বাহে দাবা ফেডারেশন ১ কোটি টাকা পাওয়ার আশ্বাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে।
×