ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলি এখন বিরাট প্রভাবশালী

প্রকাশিত: ০৭:০২, ২১ এপ্রিল ২০১৮

কোহলি এখন বিরাট প্রভাবশালী

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠ ও মাঠের বাইরে বিরাট কোহলির প্রভাবের বিষয়টি সবার জানা। বিশেষ করে ভারতীয় ক্রিকেটে। অধিনায়কের চাওয়া পূরণ করতে সফল কোচ অনীল কুম্বলেকেও রাখার সাহস দেখাতে পারেনি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই কোহলির এখন বিশ্বব্যাপী এবং সেটি আক্ষরিক অর্থেই। বিশ্বের সেরা ১শ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘ওয়ান্ডার বয়’। তালিকায় মাত্র ছয়জন ক্রীড়াবিদের একজন কোহলি। যেখানে সুইস টেনিস তারকা রজার ফেদেরার ছাড়া বাকি চারজনই আমেরিকানÑ কেভিন ডুরান্ট (বাস্কেটবল), চোলে কিম (স্নোবোর্ডিং), এ্যাডাম রিপন (ফিগারস্কেটিং) ও জেজে ওয়াট (ফুটবল)। বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রতি বছর এই তালিকা তৈরি করে থাকে। টাইমের প্রভাবশালীদের নিয়ে তৈরি প্রোফাইলটি আবার লিখে দিয়েছেন ভারতীয়দের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকর। ‘সব ক্রীড়াবিদেরই ভাল সময় ও খারাপ সময় থাকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে (২০১৬) সব সমালোচনা মেনে নিয়ে সে বাড়ি ফিরেছিল একটি লক্ষ্য নিয়ে ; উন্নতি করতে হবে, সেটা শুধু টেকনিক নয় ফিটনেসও। এরপর সে আর পেছন ফিরে তাকায়নি। আমার বাবা সবসময় বলতেন, নিজের কাজে মনোযোগী থাকলে সমালোচনাকারীরা অনুসারিতে পরিণত হয়। বিরাটের খেলায় এ ধরনের আভাস রয়েছে।’ লিখেছেন শচীন। তিনি আরও যোগ করেন, ‘২০০৮ সালে অনুর্ধ-১৯ বিশ্বকাপ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যেখান থেকে উঠে এসেছিল ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম। সেই সময় আমি প্রথম ওকে (কোহলি) দেখি ভারতের নেতৃত্ব দিতে। আর আজ বিরাট কোহলির নাম মুখে মুখে ফেরে।’ শচীন লিখেছেন, ‘আমার বাবা বলতেন, তুমি যদি তোমার কাজের প্রতি একনিষ্ঠ হও তাহলে একদিন তোমার নিন্দুকেরা তোমার পথ অনুসরণ করবে।’ কিংবদন্তির প্রশংসায় মুগ্ধ কোহলির উত্তর, ‘ধন্যবাদ শচীনজী আমাকে নিয়ে লেখার জন্য। টাইম ম্যাগাজিনের ১০০ জনের তালিকায় জায়গা পেয়ে আমি গর্বিত। এটা দারুণ অনুপ্রেরণার।’ কোহলি তর্কযোগ্যভাবে বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটার। ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়ে ভারতের অধিনায়ক নিজের শ্রেষ্ঠত্বকেই সুপ্রতিষ্ঠিত করলেন। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় এ ব্যাটসম্যান গত বছর এক পঞ্জিকাবর্ষে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ (২৮১৮) রান সংগ্রহ করেন। এর মধ্যে সেঞ্চুরি ছিল ১১টি। এছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠা ছাড়াও কয়েকটি ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন কোহলি। এক কথায় ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বলতে যা বোঝায়। একমাত্র ক্রিকেটার হিসেবে টাইম সাময়িকীর তাই কোহলিকে বেছে নিতে খুব একটা বেগ বেতে হয়নি।
×