ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড মীরসরাই

প্রকাশিত: ০৬:৫৬, ২১ এপ্রিল ২০১৮

২০ মিনিটের  ঝড়ে লন্ডভন্ড  মীরসরাই

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২০ এপ্রিল ॥ কালবৈশাখী ঝড়ে মীরসরাইয়ের লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি, গাছপালা ও ফসল। এছাড়া মীরসরাইয়ে জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় ঝড়ো হাওয়ায় সড়কের পাশের গাছ পড়ে অটোরিক্সার চালক নিজাম উদ্দিনসহ ৩ জন মহিলা যাত্রী আহত হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরেজমিনে দেখা যায়, শুক্রবার বেলা সাড়ে ১০টার সময় কালবৈশাখী ঝড়ের তান্ডবে জোরারগঞ্জের দেওয়ানপুর, মুহুরী প্রজেক্ট এলাকাসহ মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গাছ সড়কের ওপর উপড়ে পড়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া ঝড়ের তান্ডবে প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ইরি ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক। ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ায় বিদ্যুত লাইন বিছিন্ন হয়ে গেছে অনেক স্থানে। এ ব্যাপারে স্থানীয়রা জানান, ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গাছপালা ও ঘরবাড়ি। অনেক স্থানে গাছ পড়ে আহত হয়েছে বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
×