ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে কোটি টাকার জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪৯, ২১ এপ্রিল ২০১৮

সিদ্ধিরগঞ্জে  কোটি টাকার জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জে সরকারী রাস্তার সঙ্গে রহিমা বেগম নামে এক বৃদ্ধার কোটি টাকার জমি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি পক্ষ গোদনাইল মৌজাস্থিত পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত রহিমার আরএস এর ৫টি দাগের ১৪ শতাংশ জমি ও একই সঙ্গে থাকা সরকারী কিছু অংশ জোরপূর্বক দেয়াল নির্মাণের মাধ্যমে দখল করে নেয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধা রহিমা বেগম স্থানীয়ভাবে সালিশী করেও কোন সুরাহা করতে পারেননি। ফলে ভূমি মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের কাছে জমি উদ্ধারের জন্য আবেদন করেছেন। এদিকে দখলে থাকা ওই পক্ষের লোকজন দখলের অভিযোগ অস্বীকার করে দাবি করেন তারা খরিদ সূত্রে মালিক হয়ে ভোগদখল করছেন। আবেদনের কপি থেকে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া ভূঁইয়া বাড়ির মৃত ইয়ানুছ ভূঁইয়ার মেয়ে রহিমা বেগম (৬০) পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৫টি দাগে মোট ১৪ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে দেয়াল নির্মাণ করেছে একটি পক্ষ। গত বছর বৃদ্ধা রহিমা বেগম তার স্বামীর সঙ্গে পবিত্র হজ্বব্রত পালন করতে সৌদি আরব গমন করেন। তাদের অনুপস্থিতিতে ওই পক্ষটি বৃদ্ধা রহিমার ১৪ শতাংশ জমি ও জমির সঙ্গে থাকা সরকারী রাস্তার একটি অংশ দখলে নিয়ে দেয়াল নির্মাণ করেছে। পবিত্র হজ্ব পালন শেষে দেশে ফিরে বৃদ্ধা তার দখলীয় জমি উদ্ধারে স্থানীয়ভাবে সালিশী করেও কোন সুরাহা করতে পারেননি। এ বিষয়ে সাইজুদ্দিন মুঠোফোনে বলেন, রহিমা বেগমের জমি দখলের অভিযোগ সত্য নয়। আমি মহিউদ্দিন ভূঁইয়া, মমতাজউদ্দিন ভূঁইয়া ও মুসলিম ভূঁইয়ার কাছে থেকে বৈধভাবে জমি ক্রয় করেছি। তবে এ জমির কিছু অংশ নিয়ে মামলা চলছে।
×