ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেতুর অভাবে কয়েক লাখ মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৪৯, ২১ এপ্রিল ২০১৮

সেতুর অভাবে কয়েক লাখ মানুষের দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২০ এপ্রিল ॥ হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া পেস্কারহাট এলাকায় হালদা নদীর ওপর একটি সেতুর অভাবে তিন উপজেলার ক্ষাধিক জনগোষ্ঠী যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। স্বাধীনতার ৪৮ বছর পরও কোন সরকার এখানে সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি। ফলে এলাকাবাসী স্বউদ্যোগে অস্থায়ী ভিত্তিতে সাঁকো নির্মাণ করে কোন রকমে যাতায়াত করছে। বর্তমানে উক্ত পেস্কারহাটের পাশে এ সাঁকোটি নির্মাণ করা হয়। এ সাঁকো দিয়ে ফটিকছড়ি উপজেলার সমিতিরিহাট, আব্দুল্লাহপুর, জাফতনগর এবং রাউজান উপজেলার গহিরা, হলুদিয়াসহ হাটহাজারীর ৫ ইউনিয়নের জনগণ যাতায়াত করছে। তাছাড়া স্কুল-কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে রীতিমতো চলাচল করছে। এ সাঁকো দিয়ে কোন যানবাহন চলাচল করতে না পারায় অনেক সময় মুমূর্ষু রোগী নিয়ে বেকাদায় পড়তে হয়। অপরদিকে কৃষিপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে অতিরিক্ত ব্যয় গুনতে হয়। শুষ্ক মৌসুমে এ সাঁকো দিয়ে পারাপার সহজ হলেও বর্ষা মৌসুমে অধিকতর ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বিগত সময়ে নদী পার হতে গিয়ে শিক্ষার্থীসহ অনেকের প্রাণহানি ঘটে। বর্তমানে অস্থায়ী এ সাঁকোটি নড়বড় হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এটি যে কোন সময় ভেঙ্গে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। তাই এখানে একটি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
×