ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নর্থসাউথ ভার্সিটিতে উদ্ভাবনী চ্যালেঞ্জের চতুর্থ পর্ব সমাপ্ত

প্রকাশিত: ০৬:৪৮, ২১ এপ্রিল ২০১৮

 নর্থসাউথ ভার্সিটিতে উদ্ভাবনী চ্যালেঞ্জের  চতুর্থ পর্ব  সমাপ্ত

বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটিং সোসাইটি ‘এ্যাসোসিয়েশান ফর কম্পিউটিং মেশিনারি’ (এসিএম) এর নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থী শাখা এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার এবং কম্পিউটার এ্যান্ড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আয়োজনে শেষ হয়েছে ‘উদ্ভাবনী চ্যালেঞ্জ’ এর ৪র্থ পর্ব। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ৫৪টি দল এতে অংশ নেয়। দলগুলো তাদের বিভিন্ন রকম উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করে এবং বিচারকমণ্ডলীর বিচারকাজ শেষে ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রকল্পগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয় তানভীর মাহতাব উদ্দিন, ফাহিম আহমেদ কাফি এবং ইসরাত জাহান তামান্নার তৈরি করা ‘স্মার্ট হোম সিস্টেম ডিজাইন”। জয়িতা সাহা, নিক্সন দত্ত এবং ফয়সাল সরকারের তৈরি করা পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সাহায্যের জন্য বিশেষ রোবোটিক প্রকল্প প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। তৃতীয় স্থানে রয়েছে যৌথভাবে দুটি দল। মোঃ শাহরিয়ার কবির, তাসনোভা খান দিয়া, জায়েদ ফারজান চৌধুরী এবং মুনতাসির আল খালেদুন্নবির প্রকল্প ‘সংরক্ষণ এবং রিজার্ভ: হোম অটোমেশন এবং বিল ম্যানেজমেন্ট এবং রাফিউল হোসেন রকি, আসাদ সিয়াম ও মোঃ রাফায়াত হোসেনের “কম খরচে এবং পোর্টেবল ইসিজি মেশিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম খায়রুল আলম। - বিজ্ঞপ্তি
×