ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৭, ২১ এপ্রিল ২০১৮

আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২০ এপ্রিল ॥ কালীগঙ্গা নদীতে আসামি ধরার জন্য পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর পুলিশ কনস্টেবল শাহীনুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে কালীগঙ্গা নদীর জয়নগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ঢাকার ডুবুরি দল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় আসামির সঙ্গে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ শাহীনুর রহমান সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি গাজীপুর জেলার গোহাইল বাড়ি গ্রামের অহিদুর রহমানের ছেলে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে গিলন্ড গ্রামের মাদক বিক্রেতা সালামকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় সে রাস্তা থেকে দৌড়ে নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে ধরার জন্য পুলিশ সদস্য শাহীনও নদীতে ঝাঁপ দেয়। সালাম নদী সাঁতরে পালিয়ে গেলেও নিখোঁজ হন পুলিশ কনস্টেবল শাহীন। পরে মানিকগঞ্জ সার্ভিস ও ঢাকার ৫ ডুবুরি রাতভর অভিযান চালায়। শুক্রবার বেলা দেড়টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহীনুর রহমান দেড় বছর আগে মানিকগঞ্জ সদর থানায় যোগদান করেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক।
×