ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে লাইট প্রকল্পে জলাবদ্ধতার আশঙ্কা

প্রকাশিত: ০৬:৪২, ২১ এপ্রিল ২০১৮

 চট্টগ্রামে লাইট প্রকল্পে জলাবদ্ধতার আশঙ্কা

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম মহানগরে ভোগান্তির আরেক নাম জলাবদ্ধতা। যা বর্ষাকালে এলে হাড়ে হাড়ে টের পায় নগরবাসী। এবার বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে একটি লাইট প্রকল্প বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। যেখানে এলইডি লাইট স্থাপনে নালাকে ঘেঁষেই বসান হয়েছে আরসিসি ব্লক। আবার কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি বসিয়ে লাগান হয়েছে লাইটও। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। তবে আরসিসি ব্লকের কারণে নালায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবার কথা স্বীকার করে, এসব সরিয়ে যথাস্থানে বসানোর আশ্বাস কর্তৃপক্ষের। চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকা। যেখানে সড়কের পাশে নালা ঘেঁষেই স্থাপন করা হয়েছে ২৬ ইঞ্চির এই আরসিসি ব্লক। যার ওপর বসান হচ্ছে বিদ্যুতের খুঁটি। নালার ওপর এমন ব্লক বসান হয়েছে নগরীর কাজীর দেউড়ী, চট্টেশ্বরী, সার্সন রোডসহ বেশ কয়েকটি জায়গায়। মূলত স্ট্রিট লাইট প্রকল্পের আওতায় ব্লকগুলোতে খুঁটি বসাচ্ছে সিটি কর্পোরেশন। এমনিতেই বৃষ্টি হলে জলাবদ্ধতায় বিষিয়ে উঠে নগরজীবন। তাই নালা বন্ধ করে এভাবে খুঁটি স্থাপনের উদ্যোগকে ভালভাবে দেখছেন না নগরবাসী। আলোকায়নের এমন প্রকল্পকে সাধুবাদ জানালেও পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করাকে অপরিকল্পিত বলছেন নগরবিদরা। নালার ওপর ব্লক বসানোকে অপরিকল্পিত বলে স্বীকার করেছেন সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী।
×