ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ালটন গেমিং ল্যাপটপ এখন আরও সাশ্রয়ী মূল্যে

প্রকাশিত: ০৫:৪৮, ২১ এপ্রিল ২০১৮

ওয়ালটন গেমিং ল্যাপটপ এখন আরও সাশ্রয়ী মূল্যে

আইটি ডটকম ডেস্ক ॥ দুই মডেলের ডিজাইন, সিমুলেশন এ্যান্ড গেমিং ল্যাপটপের দাম কমিয়েছে ওয়ালটন। ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডব্লিউডব্লিউ১৭৬এইচ৭বি (ডড১৭৬ঐ৭ই) মডেলের দাম ছিল ৮৯,৫৫০ টাকা। বর্তমানে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ৭৯,৯৫০ টাকায়। আর ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের কেরোন্ডা সিরিজের ডব্লিউকে১৫৬এইচ৭বি (ডক১৫৬ঐ৭ই) মডেলের অন্য ল্যাপটপটির দাম ছিল ৭৯,৫৫০ টাকা। হ্রাসকৃত মূল্যে এটি এখন মিলছে ৬৯,৯৫০ টাকায়। ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, উভয় মডেলের ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ফুল এইচডি আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। ডিভাইজ দুটির উচ্চগতি নিশ্চিতে আছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের ২.৬ গিগাহার্টস ক্লকরেটের কোর আই সেভেন হাই-ডেফিনেশন কোয়াড কোর প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম। সুযোগ আছে ৩২ জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহারের। ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভের সঙ্গে রয়েছে ৯.৫ মিমি সাটা ইন্টারফেস। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। শক্তিশালী ও ভারি গেম অনায়াসে চলার জন্য উভয় ল্যাপটপে গ্রাফিক্স হিসেবে আছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০এম মডেলের ২ গিগাবাইট জিডিডিআর৫ ভিডিও র‌্যাম। পাশাপাশি রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৩০। ফলে গেম খেলার পাশাপাশি এসব ল্যাপটপ দিয়ে ডিজাইন, সিমুলেশন এবং গ্রাফিক্সের ভারি কাজ করা যাবে। ল্যাপটপ দুটির অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে আছে এলইডি লাইট সমৃদ্ধ বাংলা ফন্টযুক্ত মাল্টি ল্যাঙ্গুয়েজ ফুল সাইজ কীবোর্ড। আকর্ষণীয় গেমিং আবহ তৈরিতে দুই মডেলের ল্যাপটপেই আছে হাই ডেফিনেশন অডিও। দুইটি বিল্ট ইন ২ ওয়াটের স্পিকার এবং সাউন্ড ব্লাস্টার সিনেমা ২। হেডফোন ব্যবহারে নিখুঁত শব্দের অভিজ্ঞতা দিতে রয়েছে এএনএসপি থ্রিডি সাউন্ড টেকনোলজি। স্পষ্ট ভিডিও কল ও আকর্ষণীয় সেলফি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের ফুল এইচডি ক্যামেরা। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ৩টি ইউএসবি ৩ পোর্ট, ১টি ইউএসবি ৩.১, সিক্স ইন ওয়ান কার্ড রিডার, মাল্টি ডিভিডি রাইটার, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট ইত্যাদি। ল্যাপটপের সুরক্ষা নিশ্চিতে আছে সিকিউরিটি লক স্লট। আঘাত ও আঁচর থেকে সুরক্ষা দিতে রয়েছে রাবারের আবরণযুক্ত স্ক্র্যাচ ও ডাস্টপ্রুভ বডি। এই দুই মডেলের ল্যাপটপ ৩ মাসের কিস্তিতে নগদ মূল্যে কেনা যাবে। এছাড়াও, মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে ১২ মাসের কিস্তিতে পাওয়া যাবে ট্যামারিন্ড, প্যাশন ও প্রিলুড সিরিজের অন্যান্য মডেলের ওয়ালটন ল্যাপটপ। উভয় মডেলের ল্যাপটপের ব্যাটারির জন্য ৬ মাস এবং অন্যান্য অংশের জন্য থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।
×