ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুহিন হোসেনের একক আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৪১, ২১ এপ্রিল ২০১৮

তুহিন হোসেনের একক আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম প্রতিভাবান আলোকচিত্রী তুহিন হোসেন। বাংলাদেশের পাশাপাশি ও দিল্লীতে ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা শেষে ১৯৯৮ সালে থেকে পেশা হিসেবে দেশের গ্ল্যামার ফটোগ্রাফি শুরু করেন তিনি। এরই ধারাবাহিকতায় আলোকচিত্রী তুহিন হোসেন ‘সাপ্তাহিক ২০০০’ এবং ‘আনন্দধারা’ ম্যাগাজিনে স্টাফ ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। দেশের শোবিজে গ্ল্যামার ফটোগ্রাফিতে তুহিন হোসেনের বেশ খ্যাতি রয়েছে। তার হাত ধরে অনেক মুখ শোবিজ ইন্ডাস্ট্রিতে এসে তারকাখ্যাতি পেয়েছেন। আলোকচিত্রী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে মডেলদের পাশাপাশি দেশের অনেক সেলিব্রেটিও তার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে আলোকচিত্রী তুহিন হোসেন বলেন, ‘সাপ্তাহিক ২০০০’ এবং ‘আনন্দধারা’ ম্যাগাজিনের জন্য অনেক সেলিব্রিটিদের ফটোসেশন আমি করেছি। এরপর ২০০২ সাল থেকে প্রধান ফটোগ্রাফার হিসেবেও ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। এছাড়া ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ডেইলি স্টারের সাপ্তাহিক ম্যাগাজিন স্টার শোবিজে অনেক সেলেব্রিটিদের কভার ফটোশুট করেছি। এছাড়া নিজের নামে ‘তুহিন হোসেন ফটোগ্রাফি’ প্রতিষ্ঠান গড়ে তুলি এবং সেখানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির বিলবোর্ডসহ নামকরা ফ্যাশন হাউসের মডেল ও সেলিব্রেটিদের ফটোসেশন আমি করেছি। সামনে আমার তোলা সেলিব্রেটিদের বাছাইকৃত ছবি নিয়ে দেশে ও দেশের বাইরে প্রদর্শনী করব। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছি। তুহিন হোসেনের জন্ম গোপালগঞ্জে। এক ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। দেশের পাশাপাশি মুম্বাই থেকে ফটোগ্রাফি বিষয়ক বেশকিছু কোর্স তিনি করেছেন। ফটোগ্রাফি নিয়ে সামনে আরও অনেকদূর এগিয়ে যেতে চান এই আলোকচিত্রী। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×